বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তারিকুল ইসলামকে প্রধান করে ১১ সদস্যের লিগ্যাল সেল গঠন করা হয়েছে।গত বৃহস্পতিবার সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১২ সদস্য বিশিষ্ট লিগ্যাল সেলের অন্য সদস্যরা হলেন- জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, শুভ আহমেদ, উম্মা উসওয়াতুল রাফিয়া, আশিকুর রহমান জিম, সাইফুর রহমান খান, মোতাসিম বিল্লাহ মাহফুজ, কাশেম আল নাহিয়ান, জানে আলম অপু ও শামসুদ্দোহা শাকিল।
সেলের প্রধানের দায়িত্ব পাওয়া তারিকুল ইসলামের বাবা একজন সেনা কর্মকর্তা। বাবার চাকরি সূত্রে বিভিন্ন সেনানিবাসের স্কুলে পড়াশোনা করেছেন। বাবার অবসরে যাওয়ার পর পরিবার গ্রামে চলে যাওয়ায় এসএসসি পরীক্ষা দিয়েছিলেন জন্মস্থান কুমিল্লা মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর আরএন উচ্চ বিদ্যালয় থেকে।
তারিকুল ইসলাম এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ভর্তি হন ঢাকার সরকারি বিজ্ঞান কলেজে। সেখান থেকে জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষে পড়ালেখা চলা অবস্থায় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে মিথ্যা মামলায় ৪৮ দিন কারাগারে থাকতে হয়েছে তাকে।
তিনি বিশ্ববিদ্যালয়ের পুরো সময়টাতে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের অন্যতম নেতৃত্বে ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেন তারিকুল ইসলাম। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং লিগাল সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভূক্তও হয়েছেন তারিকুল।