জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ জামায়াতের বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছিল, এখন কেউ কেউ সে ভাষায় কথা বলছেন। তাদের বক্তব্যে ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি। ফ্যাসিবাদের পথে যারা পা বাড়িয়েছে, তাদেরকেও একই পরিণতির কথা স্মরণ করা উচিত।
তিনি বলেন, দেশ ও জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। হাসিনার ইচ্ছে পূরণ হয়নি। শেখ হাসিনা চেয়েছিল, ইসলামী শক্তিকে মুছে দিতে। যারা জামায়াতকে নিষিদ্ধ করল, আল্লাহ তাদের দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে।
আজ শনিবার সকালে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের আয়োজিত ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, একেএম শামসুদ্দিন, ডা. ফখরুদ্দিন মানিক, অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন। সম্মেলন পরিচালনা করেন ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহীম।
সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, আওয়ামী লীগ আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। ৭১ সালের পাঞ্জাবরা আওয়ামী লীগের অত্যাচারের কাছে শিশু। আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের মেন্ডেট নিয়ে নির্বাচিত হওয়ার শক্তি অর্জন করতে হবে।
এ সময় জেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।