কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পাগলা কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়াছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে শনিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত কামড়ানোর খবর পাওয়া গেছে।
জানা যায়, শুক্রবার বিকাল থেকেই উপজেলার সাদেকপুর, ভবানীপুর, শিমুলকান্দিসহ পৌর শহরের শম্ভুপুরের স্টেডিয়াম পাড়া, চন্ডিবের, গাছতলাঘাট ও হাসপাতাল ডরমিটরিসহ বিভিন্ন স্থানে নারী, শিশু, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নির্বিচারে কামড়ায় একটি পাগলা কুকুর। এতে স্মৃতি বেগম, ফারুক মিয়া, তপন মিয়া, মোহাম্মদ আলী ও দীপ্তিসহ ১৬ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আব্দুল করিম বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে আজ (শনিবার) সকাল সকাল থেকে ১৯ জন বেওয়ারিশ পাগলা কুকুরে কামড়ে আহত হয়েছেন। তাদের মধ্যে আমরা ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তারা সবাই সুস্থ আছেন।
এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এই চিকিৎসক বলেন, কাউকে কুকুরে কামড়ালে ক্ষতস্থানে আধাঘণ্টার মত সাবান দিয়ে ধুয়ে তারপর হাসপাতালে আসতে হবে।