গাজীপুরের শ্রীপুরে ‘এইচ ডি এফ এ্যাপরেলস্’ নামের একটি পোশক কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজর এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় কারখার বয়লার কক্ষ দুমড়ে-মুচড়ে যায়।
আহতরা হলেন, সুজন, রইছুদ্দিন, শুক্কুর আলী, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াসিন আলী, শাজাহান। এছাড়া অন্যান্য আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল পৌনে৯টার দিকে কারখানায় বিকট শব্দ হয়। এ সময় কারখানার বয়লার বিস্ফোরণের কথা জানা যায়। শ্রমিকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরণে কারখানার বয়লার কক্ষ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অনেক শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
কারখানার অ্যাডমিন ম্যানেজার শিপু চৌধুরী বলেন, সকাল পৌনে ৯টার দিকে কারখানার সেম্পল শাখায় স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লারটি বিস্ফোরিত হয়। এতে কেউ নিহত হয়নি। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা জানান, সকাল ৮টার দিকে কর্মরতরা বয়লার চালান। বয়লারটিতে পানি আছে কি না সেটি হয়তো দেখা হয়নি। হতে পারে পানি না পাওয়ার কারণে বয়লারটি বিস্ফোরণ হতে পারে।
শ্রীপুর থানার পরিদর্শক অপরেশন নয়ন কর জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ওই কারখানায় যাই। বয়লার বিস্ফোরণে কারখানর বয়লার কক্ষ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে আহতদের পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেনেছি কেউ নিহত হয়নি। অন্তত ২০ থেকে ২২ শ্রমিক অহত হয়েছেন। এদের মধ্যে দুজন গুরুত্বর আহত। বিস্ফোরণের কারণ ও আহতদের পরিচয় জানা যায়নি। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।