লালমনিরহাটের হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি বার্তা ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ স্ক্রিনে ভেসে ওঠার ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার রাতে ভিআইপি পাড়া রোডে হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল বোর্ডে স্ক্রিনে ওই বার্তা ভেসে উঠলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, রাতে হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল স্ক্রিনে ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ লেখাটি ভেসে ওঠে। এমন লেখা হঠাৎ ভেসে ওঠায় মুহুর্তের মধ্যে বিষয়টি নিয়ে শহর জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ লেখা ডিজিটাল ব্যানারটি নামিয়ে ফেলেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। খোঁজখবর নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’