আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ স্থানীয় সময় বেলা ১২টা, বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ নেওয়ার কথা রয়েছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণের জন্য গতকালই ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন। ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া এবং ট্রাম্প পরিবারের অন্য সদস্যদের নিয়ে ইউএস এয়ার ফোর্সের একটি উড়োজাহাজ স্থানীয় সময় শনিবার ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে ট্রাম্প তার পরিবারের সদস্যদের নিয়ে ভার্জিনিয়ায় তার গলফ ক্লাবে যাবেন। ভার্জিনিয়া ওয়াশিংটন উপকণ্ঠে অবস্থিত। গলফ ক্লাবে আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে ট্রাম্পের শপথগ্রহণ উৎস শুরু হবে। অন্যদিকে শপথের প্রতিবাদে ওয়াশিংটনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, সেদিনও হাজারো লোক বিক্ষোভ করেছিলেন। যদিও ২০১৭ সালের তুলনায় এবার বিক্ষোভকারীর সংখ্যা কম।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৭ সালে প্রথম মেয়াদে শপথ অনুষ্ঠানে ট্রাম্প ১৮৬১ সালে আব্রাহাম লিংকনের ব্যবহৃত বাইবেল দিয়ে শপথ নেন। দ্বিতীয় বাইবেল হিসেবে ট্রাম্প তার প্রয়াত মা ম্যারি অ্যানের দেওয়া বাইবেলও পাঠ করেছিলেন। সংবাদমাধ্যমগুলো বলছে, এবারই সম্ভবত তিনি দুই বাইবেল স্পর্শ করবেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠান উপলক্ষে বাইবেলের একটি বিশেষ সংস্করণও প্রকাশ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৬৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।