ময়মনসিংহের হালুয়াঘাটে নাতি রায়হানের ছুরিকাঘাতে ইসরাফিল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রায়হান খুন হওয়া ইসরাফিলের বড় ভাই মতিনের মেয়ের ঘরের নাতি।
নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, তিনি, খুন হওয়া ইসরাফিল ও মতিন সহোদর ভাই। অভিযুক্ত রায়হানের বাড়ি পার্শ্ববর্তী কুমারগাতী গ্রামে। তবে, তিনি শৈশব থেকে লক্ষীকুড়া গ্রামে নানা মতিনের বাড়িতে থেকে বড় হন। তার ও ইসরাফিলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
তিনি জানান, ঘটনার দিন সকালে জমি চাষ করতে গেলে প্রথমে বড় ভাই মতিনের সঙ্গে তার (গোলাম মোস্তফা) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করলে অন্য ভাই ইসরাফিল রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় নাতি রায়হানের হাতে থাকা ছুরি দিয়ে পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং বুকের ওপর একাধিক আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইসরাফিলের মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।