আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই লোগো পরিবর্তন করলো জামায়াতে ইসলামী! নতুন লোগো-সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তি দেয়া শুরু করেছে জামায়াত।
তবে দলের পক্ষ থেকে এ নিয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে
লাল-সবুজ পতাকায় ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে।
তবে দলটির কার্যনির্বাহী কমিটির এক সদস্য লোগো পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছেন। অবশ্য এটিই দলটির চূড়ান্ত লোগো কি-না তা নিশ্চিত করেননি তিনি।
তিনি জানান, এ ব্যাপারে রমজানেই গণমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, ২০০৯ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন স্থগিত হয়ে যাওয়ার পর তাদের কোনো সংবাদ বিজ্ঞপ্তিতে বা ব্যানারে, অনুষ্ঠানে কোনো লোগো ব্যবহার করছে না।