ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

বাঙালী কণ্ঠ নিউজঃ স্বামীকে আটকে রেখে বরগুনার বেতাগীতে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে দলবেঁধে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সহকারী প্রাথমিক শিক্ষকদের কয়েকটি সংগঠন। শিক্ষক সুরক্ষা আইনের দাবি জানায় সংগঠনগুলো।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। শিক্ষক নেতাদের অনেকেই মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ নামে তিনটি সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

শিক্ষক নেতারা বলেন, স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে স্কুলশিক্ষিকাকে গণধর্ষণের মতো ঘৃণ্য ও জঘণ্য অত্যাচারের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। একজন শিক্ষিকার ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় আমরা আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় রয়েছি আমরা। এঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের জন্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান শিক্ষক নেতারা।

বক্তারা বলেন, বলা হয়ে থাকে শিক্ষকরা জাতি গড়ার কারিগর। অথচ শিক্ষক হয়েও আজ আমাদের নিরাপত্তা নেই। আমরা কিভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেব। জাতির বিবেক আজ শ্রেণিকক্ষে ধর্ষিত এ লজ্জা কার? জাতির বিবেক খামছে ধরেছে সেই পুরনো শকুন। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ জাতি আর এগুতে পারবে না।

শিক্ষক নেতারা আরও বলেন, শিক্ষকদের ওপর নির্যাতন কোনও ছোট বিষয় নয়। যারা টাকার বিনিময় মেডিক্যাল রিপোর্ট পরিবর্তন করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

আগামী ২৮ আগস্টের মধ্যে মামলার প্রধান আসামি সুমন মিয়াজীসহ সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় ২৯ আগস্ট সারা দেশে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন, সাধারণ সম্পাদক সাবেরা বেগম, সহ-সভাপতি জয়শ্রী সাহা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোকাম্মেল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় মামলা করেন বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

আপডেট টাইম : ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ স্বামীকে আটকে রেখে বরগুনার বেতাগীতে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে দলবেঁধে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সহকারী প্রাথমিক শিক্ষকদের কয়েকটি সংগঠন। শিক্ষক সুরক্ষা আইনের দাবি জানায় সংগঠনগুলো।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। শিক্ষক নেতাদের অনেকেই মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ নামে তিনটি সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

শিক্ষক নেতারা বলেন, স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে স্কুলশিক্ষিকাকে গণধর্ষণের মতো ঘৃণ্য ও জঘণ্য অত্যাচারের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। একজন শিক্ষিকার ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় আমরা আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় রয়েছি আমরা। এঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের জন্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান শিক্ষক নেতারা।

বক্তারা বলেন, বলা হয়ে থাকে শিক্ষকরা জাতি গড়ার কারিগর। অথচ শিক্ষক হয়েও আজ আমাদের নিরাপত্তা নেই। আমরা কিভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেব। জাতির বিবেক আজ শ্রেণিকক্ষে ধর্ষিত এ লজ্জা কার? জাতির বিবেক খামছে ধরেছে সেই পুরনো শকুন। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ জাতি আর এগুতে পারবে না।

শিক্ষক নেতারা আরও বলেন, শিক্ষকদের ওপর নির্যাতন কোনও ছোট বিষয় নয়। যারা টাকার বিনিময় মেডিক্যাল রিপোর্ট পরিবর্তন করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

আগামী ২৮ আগস্টের মধ্যে মামলার প্রধান আসামি সুমন মিয়াজীসহ সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় ২৯ আগস্ট সারা দেশে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন, সাধারণ সম্পাদক সাবেরা বেগম, সহ-সভাপতি জয়শ্রী সাহা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোকাম্মেল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় মামলা করেন বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষকা।