বাঙালী কণ্ঠ নিউজঃ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) খুলছে আগামীকাল রবিবার। ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ দিন ছুটি ঘোষণা করলেও শিক্ষার্থীরা ছুটি পেয়েছিলেন ১৫ দিন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার উপলক্ষে গত ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছিল। ছুটি শেষে ১০ সেপ্টেম্বর যথারীতি শুরু কার্যক্রম শুরু হবে। ঈদের ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ছুটি পেয়েছেন ১৫ দিন।
এদিকে ঈদের ছুটির শেষে আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকদিন আগেই ঢাকায় এসেছেন শিক্ষার্থীদের অনেকেই।