ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোবটের কারণে চাকরি হারাচ্ছে মানুষ

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রযুক্তির উন্নয়ন দিন দিন বেড়েই চলছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত সব রোবট তৈরি করায় চাকরি হারাচ্ছে অসংখ্য মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মজীবী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা ক্রমেই ফুরিয়ে আসছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্নারস্টোন ক্যাপিটাল গ্রুপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের গবেষণায় দেখিয়েছে, আগামী এক দশকে রোবটের জন্য চাকরি হারাবে প্রায় ৭৫ লাখ মানুষ। বিশেষ করে যেসব কাজ করতে খুব বেশি যোগ্যতার প্রয়োজন হয় না, সেগুলো রোবটদের দখলে চলে যাবে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ক্যাশ কাউন্টার এবং ব্যাংকের বিভিন্ন বুথে থাকা কর্মজীবীরা।

ইতোমধ্যে বিশ্বের নামি-দামি সব প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে রোবট। ফলে সেগুলোতে কর্মসংস্থান হচ্ছে না মানুষের। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য হলো অ্যামাজন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করেছে। যে কারণে তাদের ক্যাশ কাউন্টার এবং নজরদারির জন্য মানুষকে নেওয়া হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রযুক্তিবিদ বিবেক ভেদওয়া বলেন, ‘২০২০-এর দশকে রোবটিকস প্রযুক্তির মাধ্যমে যানবাহন সম্পূর্ণ স্বয়ংক্রিয় হয়ে যাবে। ফলে ড্রাইভিংয়ের সঙ্গে জড়িত ৫০ লাখ মানুষ তাদের চাকরি হারাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রোবটের কারণে চাকরি হারাচ্ছে মানুষ

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রযুক্তির উন্নয়ন দিন দিন বেড়েই চলছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত সব রোবট তৈরি করায় চাকরি হারাচ্ছে অসংখ্য মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মজীবী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা ক্রমেই ফুরিয়ে আসছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্নারস্টোন ক্যাপিটাল গ্রুপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের গবেষণায় দেখিয়েছে, আগামী এক দশকে রোবটের জন্য চাকরি হারাবে প্রায় ৭৫ লাখ মানুষ। বিশেষ করে যেসব কাজ করতে খুব বেশি যোগ্যতার প্রয়োজন হয় না, সেগুলো রোবটদের দখলে চলে যাবে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ক্যাশ কাউন্টার এবং ব্যাংকের বিভিন্ন বুথে থাকা কর্মজীবীরা।

ইতোমধ্যে বিশ্বের নামি-দামি সব প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে রোবট। ফলে সেগুলোতে কর্মসংস্থান হচ্ছে না মানুষের। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য হলো অ্যামাজন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করেছে। যে কারণে তাদের ক্যাশ কাউন্টার এবং নজরদারির জন্য মানুষকে নেওয়া হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রযুক্তিবিদ বিবেক ভেদওয়া বলেন, ‘২০২০-এর দশকে রোবটিকস প্রযুক্তির মাধ্যমে যানবাহন সম্পূর্ণ স্বয়ংক্রিয় হয়ে যাবে। ফলে ড্রাইভিংয়ের সঙ্গে জড়িত ৫০ লাখ মানুষ তাদের চাকরি হারাবে।