বাঙালী কণ্ঠ নিউজঃ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্লুমফন্টেইনে এই ম্যাচে খেলছেন না তামিম ইকবাল। খেলছেন সাকিব।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান। ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। এ জুটির সংগ্রহ ৪৫ রান।
আউট হয়েছেন : সৌম্য সরকার (৩), ইমরুল কায়েস (২৭), লিটন কুমার দাস (৮), মুশফিকুর রহিম (২২)।
বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশে যারা রয়েছেন :
জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটসকি, এমবুলেলো বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেনড্রিক্স, হেইনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, মালুসি সিবোতো ও খায়া জোন্দো।