ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরে হোয়াটসঅ্যাপের চমক

বাঙালী কণ্ঠ নিউজঃ নতুন বছরে নতুন একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ চ্যাট করতে করতেই আপনি আলাদা করে গ্রুপ সদস্যের কোনো মন্তব্যের রিপ্লাই দিতে পারবেন। কেউ তা জানতেও পারবে না। তবে এখনও এটি পরীক্ষার পর্যায়ে রয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যেকোনো সময় তা চলতি হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দেয়া হবে। তবে এই সুযোগ পাওয়া যাবে উইন্ডোজ ফোনেই। ভুল করে উইন্ডোজের ২.‌১৭.‌৩৪২ ভার্সনে এই ফিচার চালু করে দেয়া হয়েছিল। পরে তা বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ।

সেই ফিচারই ফিরছে ২.‌১৭.‌৩৪৮ ভার্সনের উইন্ডোজ ফোনে। গ্রুপ চ্যাটের কোনও একটি বার্তার ওপর প্রেস করে থাকলে পপ আপ দেখা যাবে। সেখান থেকেই Private Reply অংশে ক্লিক করলেই পৌঁছে যাওয়া যাবে ব্যক্তিগত চ্যাটে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নতুন বছরে হোয়াটসঅ্যাপের চমক

আপডেট টাইম : ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ নতুন বছরে নতুন একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ চ্যাট করতে করতেই আপনি আলাদা করে গ্রুপ সদস্যের কোনো মন্তব্যের রিপ্লাই দিতে পারবেন। কেউ তা জানতেও পারবে না। তবে এখনও এটি পরীক্ষার পর্যায়ে রয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যেকোনো সময় তা চলতি হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দেয়া হবে। তবে এই সুযোগ পাওয়া যাবে উইন্ডোজ ফোনেই। ভুল করে উইন্ডোজের ২.‌১৭.‌৩৪২ ভার্সনে এই ফিচার চালু করে দেয়া হয়েছিল। পরে তা বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ।

সেই ফিচারই ফিরছে ২.‌১৭.‌৩৪৮ ভার্সনের উইন্ডোজ ফোনে। গ্রুপ চ্যাটের কোনও একটি বার্তার ওপর প্রেস করে থাকলে পপ আপ দেখা যাবে। সেখান থেকেই Private Reply অংশে ক্লিক করলেই পৌঁছে যাওয়া যাবে ব্যক্তিগত চ্যাটে।