ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে । তুরাগ নদীর তীরে এখন চলছে প্রথম পর্বের ইজতেমার জোর প্রস্তুতি। ৫৬০ একর জমিতে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। সেই সাথে সমান তালে চলছে বিদ্যুৎ লাইন টানা, পানি লাইন পরীক্ষাব্যবস্থা মেরামত ও পরিচ্ছন্নতার কাজ।

ধর্মপ্রাণ মুসল্লিদের তিনদিন অবস্থানের জন্য তৈরি করা হয় বিশাল মাঠে চটের শামিয়ানা। তৈরি করা হয় বয়ানমঞ্চ, দোয়া মঞ্চ, বিদেশি মুসল্লিদের জন্য মাঠের উত্তর-দক্ষিণ দিকে নিবাস, তুরাগ নদীতে ভাসমান সেতু, পর্যবেক্ষণ টাওয়ার ইত্যাদি।

প্রতিবছরের ন্যায় এবারও এসব কাজ তাবলীগ জামাতের সাথী, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা ও কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন পেশার মুসলমান ধর্মাবলম্বীরা করছেন। কেউ প্যান্ডেলের চট সেলাই করছেন, কেউ খুঁটি আনছেন, কেউ খুঁটি পুতছেন, কেউ চট টানাচ্ছেন, কেউ ময়দান পরিষ্কার করছেন। সকলেই এখন প্রস্তুতির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কারো মধ্যে যেন কোনো বিরক্তি নেই। মাঠের বিভিন্নস্থানে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিকে প্রস্তুতি কাজ করতে দেখা গেছে।

উল্লেখ, এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমপর্ব শুরু হবে আগামী ১২ জানুয়ারি। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমপর্ব শেষ হবে। ৪ দিন পর ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয়পর্ব। একইভাবে ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয়পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে

আপডেট টাইম : ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে । তুরাগ নদীর তীরে এখন চলছে প্রথম পর্বের ইজতেমার জোর প্রস্তুতি। ৫৬০ একর জমিতে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। সেই সাথে সমান তালে চলছে বিদ্যুৎ লাইন টানা, পানি লাইন পরীক্ষাব্যবস্থা মেরামত ও পরিচ্ছন্নতার কাজ।

ধর্মপ্রাণ মুসল্লিদের তিনদিন অবস্থানের জন্য তৈরি করা হয় বিশাল মাঠে চটের শামিয়ানা। তৈরি করা হয় বয়ানমঞ্চ, দোয়া মঞ্চ, বিদেশি মুসল্লিদের জন্য মাঠের উত্তর-দক্ষিণ দিকে নিবাস, তুরাগ নদীতে ভাসমান সেতু, পর্যবেক্ষণ টাওয়ার ইত্যাদি।

প্রতিবছরের ন্যায় এবারও এসব কাজ তাবলীগ জামাতের সাথী, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা ও কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন পেশার মুসলমান ধর্মাবলম্বীরা করছেন। কেউ প্যান্ডেলের চট সেলাই করছেন, কেউ খুঁটি আনছেন, কেউ খুঁটি পুতছেন, কেউ চট টানাচ্ছেন, কেউ ময়দান পরিষ্কার করছেন। সকলেই এখন প্রস্তুতির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কারো মধ্যে যেন কোনো বিরক্তি নেই। মাঠের বিভিন্নস্থানে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিকে প্রস্তুতি কাজ করতে দেখা গেছে।

উল্লেখ, এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমপর্ব শুরু হবে আগামী ১২ জানুয়ারি। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমপর্ব শেষ হবে। ৪ দিন পর ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয়পর্ব। একইভাবে ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয়পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমা।