ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পালসার এনএসকে টেক্কা দিতে আসছে সিবি হর্নেট

বাঙালী কণ্ঠ নিউজঃ গেল সপ্তাহে ১৬০ সিসি সেগমেন্টে নতুন পালসার এনেছে উত্তরা মোটর্স লিমিটেড। এটি বাজাজ পালসার এনএস ১৬০। বাইকটি এখন টক অব দ্য টাউন।

একে তো বহুদিন পর দেশের বাজারে এলো নতুন পালসার। ১৬০ সিসির সেগমেন্টে দুর্দান্ত বাইক এনএস ১৬০। এবার খবর মিলল বাজারে আসছে বহুল প্রতিক্ষিত সিবি হর্নেট ১৬০ আর। বাইকটি নিয়ে তরুণদের মনে অনেকদিন ধরে আকাঙ্খা ছিল।

১৬ ফেব্রুয়ারি রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটিতে জমকালো এক আয়োজনের মাধ্যমে বাইক দেশের বাজারে বিক্রির ঘোষণা দেবে বাংলাদেশে হোন্ডা প্রাইভেট লিমিটেড। হোন্ডার এই পেশীবহুল বাইকটির মূল্য ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। অন্যদিকে দেশে বাজাজ পালসারএনএস ১৬০ সিসির মূল্য ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। তার মানে হোন্ডা সিবি হর্নেট এবং পালসার এনএস ১৬০ এর দামের পার্থক্য মাত্র ৪০০ টাকা।

এদিকে দেশে ১৬০ সিসির সেগমেন্টের আরেকটি জনপ্রিয় বাইক টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০। এই স্পোর্টস বাইকটি গত মাসে দেশের বাজারে আসে। দামের দিক দিয়ে বাজাজ ও হোন্ডার দিক থেকে খানিকটা এগিয়ে আছে টিভিএস। কেননা, টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা।

হোন্ডা সিবি হর্নেট আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটিতে পাওয়া যাবে দুর্দান্ত গতি। শক্তিশালী ইঞ্জিন, ডিজাইন ও গতি এই তিনটি জিনিসই বাইকটিকে অনন্যতা দিয়েছে।

হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর বাইকটিতে আছে ১৬২.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এর বিএইচপি ১৫.৬৬। ঘূর্ণন গতি ৮৫০০ আরপিএম। ১৪.৭৬ এনএম@৬৫০০ টর্ক।

বাইকটির দুচাকায়ই আছে ডিস্কব্রেক। সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের চাকায় মনো শর্ক অ্যাবসর্ভার ব্যবহার করা হয়েছে।

দুই চাকায়ই রয়েছে টিউবলেস টায়ার। অ্যারো ডায়নামিক ডিজাইনে তৈরি বাইকটির থ্রটলেও আছে বৈচিত্র্য। এর ফুয়েল ট্যাংককে আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে বডি গ্রাফিক্সের সঙ্গে মিল রেখে।

বেশ কয়েকটি রঙ এবং গ্রাফিক্সে বাইকটি পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পালসার এনএসকে টেক্কা দিতে আসছে সিবি হর্নেট

আপডেট টাইম : ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ গেল সপ্তাহে ১৬০ সিসি সেগমেন্টে নতুন পালসার এনেছে উত্তরা মোটর্স লিমিটেড। এটি বাজাজ পালসার এনএস ১৬০। বাইকটি এখন টক অব দ্য টাউন।

একে তো বহুদিন পর দেশের বাজারে এলো নতুন পালসার। ১৬০ সিসির সেগমেন্টে দুর্দান্ত বাইক এনএস ১৬০। এবার খবর মিলল বাজারে আসছে বহুল প্রতিক্ষিত সিবি হর্নেট ১৬০ আর। বাইকটি নিয়ে তরুণদের মনে অনেকদিন ধরে আকাঙ্খা ছিল।

১৬ ফেব্রুয়ারি রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটিতে জমকালো এক আয়োজনের মাধ্যমে বাইক দেশের বাজারে বিক্রির ঘোষণা দেবে বাংলাদেশে হোন্ডা প্রাইভেট লিমিটেড। হোন্ডার এই পেশীবহুল বাইকটির মূল্য ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। অন্যদিকে দেশে বাজাজ পালসারএনএস ১৬০ সিসির মূল্য ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। তার মানে হোন্ডা সিবি হর্নেট এবং পালসার এনএস ১৬০ এর দামের পার্থক্য মাত্র ৪০০ টাকা।

এদিকে দেশে ১৬০ সিসির সেগমেন্টের আরেকটি জনপ্রিয় বাইক টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০। এই স্পোর্টস বাইকটি গত মাসে দেশের বাজারে আসে। দামের দিক দিয়ে বাজাজ ও হোন্ডার দিক থেকে খানিকটা এগিয়ে আছে টিভিএস। কেননা, টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা।

হোন্ডা সিবি হর্নেট আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটিতে পাওয়া যাবে দুর্দান্ত গতি। শক্তিশালী ইঞ্জিন, ডিজাইন ও গতি এই তিনটি জিনিসই বাইকটিকে অনন্যতা দিয়েছে।

হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর বাইকটিতে আছে ১৬২.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এর বিএইচপি ১৫.৬৬। ঘূর্ণন গতি ৮৫০০ আরপিএম। ১৪.৭৬ এনএম@৬৫০০ টর্ক।

বাইকটির দুচাকায়ই আছে ডিস্কব্রেক। সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের চাকায় মনো শর্ক অ্যাবসর্ভার ব্যবহার করা হয়েছে।

দুই চাকায়ই রয়েছে টিউবলেস টায়ার। অ্যারো ডায়নামিক ডিজাইনে তৈরি বাইকটির থ্রটলেও আছে বৈচিত্র্য। এর ফুয়েল ট্যাংককে আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে বডি গ্রাফিক্সের সঙ্গে মিল রেখে।

বেশ কয়েকটি রঙ এবং গ্রাফিক্সে বাইকটি পাওয়া যাবে।