ঢাকা , বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে দুই সন্তানের নিথর দেহ, ফ্যানে ঝুলছে মা

বাঙালী কণ্ঠ নিউজঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে একটি বাড়ি থেকে দুই শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছোট ছেলে ও মেয়ের গলাকাটা নিথর দেহ ঘরের মধ্যে পড়ে ছিল। সেই ঘরেরই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিলেন তাদের মা। এ অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহতরা হলো-নিজনগর গ্রামের ব্যবসায়ী মুজিবুর রহমানের স্ত্রী হাদিসা বেগম, তাদের দুই বছরের মেয়ে মীম ও মাত্র সাত মাস বয়সের ছেলে মুজাহিদুল ইসলাম।

এই তিনজনের অবস্থা জানতে পেরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। গতকাল রাত সাড়ে ১০টায় মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে এই হত্যাকাণ্ড নিয়ে রহস্য তৈরি হয়েছে। কী কারণে তাদের এই পরিণতি, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন চলছে। তাদের দাবি, সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানদের হত্যা করে তাদের মা আত্মহনন করেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঘরে দুই সন্তানের নিথর দেহ, ফ্যানে ঝুলছে মা

আপডেট টাইম : ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে একটি বাড়ি থেকে দুই শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছোট ছেলে ও মেয়ের গলাকাটা নিথর দেহ ঘরের মধ্যে পড়ে ছিল। সেই ঘরেরই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিলেন তাদের মা। এ অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহতরা হলো-নিজনগর গ্রামের ব্যবসায়ী মুজিবুর রহমানের স্ত্রী হাদিসা বেগম, তাদের দুই বছরের মেয়ে মীম ও মাত্র সাত মাস বয়সের ছেলে মুজাহিদুল ইসলাম।

এই তিনজনের অবস্থা জানতে পেরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। গতকাল রাত সাড়ে ১০টায় মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে এই হত্যাকাণ্ড নিয়ে রহস্য তৈরি হয়েছে। কী কারণে তাদের এই পরিণতি, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন চলছে। তাদের দাবি, সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানদের হত্যা করে তাদের মা আত্মহনন করেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।