ঢাকা , বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৮

শেরপুরের শ্রীবরদীতে যাত্রীবাহী সিয়াম ও মেঘলা বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৮ জন যাত্রী। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পৌরসভার শেখদি মোড়ে ওই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ীগামী মেঘলা পরিবহন ও রৌমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিয়াম পরিবহন শ্রীবরদীর শেখদি মোড়ে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আহত হয় ১৮ জন যাত্রী। এসময় বাসের চালক ও হেলপাররা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহতদের মধ্যে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি নিজেদের সাইড ক্রস করে বিপরীত দিকে মুখোমুখি এসেছিল।

বাসের গতি কম থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, আহতদের মধ্যে একজনকে রেফার্ড করা হয়েছে।  অন্যরা কেউ গুরুতর আহত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৮

আপডেট টাইম : ৫৭ মিনিট আগে
শেরপুরের শ্রীবরদীতে যাত্রীবাহী সিয়াম ও মেঘলা বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৮ জন যাত্রী। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পৌরসভার শেখদি মোড়ে ওই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ীগামী মেঘলা পরিবহন ও রৌমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিয়াম পরিবহন শ্রীবরদীর শেখদি মোড়ে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আহত হয় ১৮ জন যাত্রী। এসময় বাসের চালক ও হেলপাররা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহতদের মধ্যে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি নিজেদের সাইড ক্রস করে বিপরীত দিকে মুখোমুখি এসেছিল।

বাসের গতি কম থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, আহতদের মধ্যে একজনকে রেফার্ড করা হয়েছে।  অন্যরা কেউ গুরুতর আহত হয়নি।