২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এইডস মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এ তথ্য জানান। এ বছর বিশ্ব এইডস দিবসের শ্লোগান ‘আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি রোধ করি।’
আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, ২০১৬ সালে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন, মারা গেছেন ১৪১ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২১ জন, মারা গেছেন ৭৯৯ জন। এ সময় তিনি বলেন, বাঙালি সব সময় জয় করতে জানে। আমাদের প্রত্যয় আছে, আমরা জয় করব।
তিনি বলেন, ‘আমরা পোলিওসহ অনেক রোগ মুক্ত হয়েছি। আমরা বাঙালিরা যেভাবে ৯ মাসে দেশ স্বাধীন করেছি তেমনি আমরা এইডসসহ কঠিন কঠিন রোগ থেকে মুক্ত হব।’
আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল এইডস ও এসটিডি প্রোগ্রামের ডিরেক্টর ডা. মো. আনিসুর রহমান। মুল প্রবন্ধে বলা হয়, এশিয়া প্যাসিফিক রিজিয়নে ৫ দশমিক ১ মিলিয়ন মানুষ এইচআইভি এইডস রোগে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ১ লাখ ৮০ হাজার মানুষ মারা গেছেন।
বাংলাদেশে এইচ আইভি আক্রান্ত তথ্য উপস্থাপন কালে জানানো হয়, ৯ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন বাংলাদেশে। এর মধ্যে ৭৯৯ জন মারা গেছে। শুধু ২০১৬ সালে আক্তান্ত হয়েছে ৫৭৮ জন এবং যার মধ্যে ১৪১ জন মারা গেছেন।
সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইকবাল আরসালান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও এনজিও প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এইচটি এইডস নেটওয়ার্ক সভাপতি আবু ইউছুফ চৌধুরী প্রমুখ। সভায় দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রী ও সেক্সওয়ার্কার প্রমুখ আলোচনা সভায় অংশ নেন।