বাঙালী কন্ঠঃ ইসলাম একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম। ইসলাম মানবিক এবং শান্তির পথে ডাকে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ আমিরাত কেন্দ্রীয় কমিটির আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনায় একথা বলেছেন লন্ডন অভিবাসী মাওলানা সুফি আব্দুল মোনতাকিম।
মঙ্গলবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা জয়নুল ইসলাম। সাধারণ সম্পাদক ক্বারী নিজামুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ক্বারী মাহমুদুর রহমানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আল মামুরা গ্রুপের চেয়ারম্যান মীর্জা আবু সুফিয়ান।
সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রব, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি লিটন তালুকদার, জুড়ি ওযেলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাজী আজমল আলী, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জি এম জায়গীরদারসহ আরো অনেকে।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ রায়হান উদ্দিন। অনুষ্ঠাতে নাতে রাসুল পরিবেশন করেন ক্বারী আব্দুর রহিম বোরহান ও সাংবাদিক লুৎফুর রহমান। পরে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের মানবজাতির শান্তি কামনা বিশেষ মোনাজাত ও মিলাদ পরিচালনা করা হয়।