গলা ফুলে গেলে করনীয়

বাঙালী কণ্ঠ নিউজঃ  বিভিন্ন কারণে অনেকের গলা ফুলতে দেখা যায়। অনেক সময় গলার ভেতর চাকা বা গোটা তৈরি হতে পারে। এটি ধীরে ধীরে হতে পারে বা জন্মগতভাবেও থাকতে পারে। গলা ফোলার সঙ্গে ব্যথা না থাকার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে গুরুত্ব দেই না।

কারণ- জন্মগত- লিম্ফেনজিওমা বা ডারময়েড বা ফাইরোগ্লোসাল মিস্ট এর জন্য।

বৃদ্ধিগত- ব্র্যাংকিয়াল সিস্ট বা ল্যারিংনেগসিল এর জন্য

-থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া যাকে অনেকে ভুলবশত ম্যানা বলে।

ইনফেকশন থেকে গলার গ্রন্থি (লিম্ফলোড) ফুলে গেলে গলায় বিভিন্ন ধরনের টিউমার বা ক্যান্সার থেকে গলার গ্রন্থি ফুলে যায়।

গলায় টিবি বা যক্ষ্মা হলেও গলার গ্রন্থিসহ শরীরের একাধিক গ্রন্থি ফুলে যেতে পারে এবং ফুসফুসে জ্বর থাকে।

গলায় নতুন কোন ফোলা দেখা দিলে তা চিকিৎসককে দেখিয়ে পর্যবেক্ষণ করতে হবে।

ওষুধ খেয়ে কমে গেলে বা চলে গেলে দেখতে হবে এটা সম্পূর্ণভাবে চলে গেল কিনা।

ফোলা ধীরে ধীরে বাড়তে থাকলে তা বিশেষভাবে নজর দিতে হবে।

ফোলার সঙ্গে ব্যথা থাকলে সাধারণত ইনফেকশনের জন্য হয়, অ্যান্টিবায়োটিক খেলে চলে যায়।

এই ক্যাটাগরীর আরো খবর