কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত জনগুরুত্বপূর্ণ সড়ক কেটে মৎস্য ঘেরে পানি নামাচ্ছেন প্রভাবশালীরা।
বহরবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুই কিলোমিটার লম্বা সড়কটিতে ৭/৮টি নালা কেটে গোটা সড়কের ভয়াবহ রকমের ক্ষতিসাধন করা হয়েছে।
এলাকাবাসির অভিযোগ, স্থানীয় প্রশাসনের এসব বিষয়ে কোনই নজরদারি নেই। ঘেরের পানি ওঠা-নামা করাতে এই সড়কটিতে চারটি কার্লভার্ট থাকলেও এই এলাকার ঘের ব্যবসায়ীরা যে যার মতো করে ইট সোলিং এই সড়কে নালা কেটে গোটা সড়ক ব্যবহারের অনুপযোগী করে ফেলেছেন।
সড়কটিতে ভ্যান, রিক্সা এমনকি মটরসাইকেল চলাচলেরও পরিবেশ নেই। প্রতিদিন এই সড়ক থেকে দুইটি কলেজ, চারটি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় একটি ও তিনটি মসজিদে যাতায়াতকারীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সূর্যমুখী গ্রাম থেকে শুরু করে এই সড়কটি শেখপাড়া, ততুলবাড়িয়া হয়ে মিলেছে উপজেলা সদরের সঙ্গে।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ফোরকান আকন প্রিন্স বলেন, প্রভাবশালী ঘের ব্যবসায়ীরা বাধা উপেক্ষা করে তাদের সুবিধামতো নিজ নিজ ঘেরের সামনে থেকে রাস্তা কেটে পানি ওঠা নামার ব্যবস্থা করে নিয়েছে।
রাস্তাটি দ্রুত সংস্কার ও যারা কেটে জনদুর্ভোগের সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ফরাজীসহ ভুক্তভোগীরা।