ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্রী জয়ন্ত নামে (১৫) এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩নং পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে স্বজনরা জানান, গুলি করে জয়ন্ত’র মরদেহ বিএসএফ নিয়ে গেছে।
নিহত জয়ন্ত লাহীড়ি ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে।