ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শুল্ককর ছাড়ের লাভের গুড় ব্যবসায়ীদের ঝোলায়, অসহায় ক্রেতা

দেশের বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার পেঁয়াজ, আলু, ভোজ্য তেল, চিনি, ডিম ও চাল আমদানিতে শুল্ককর ছাড় দিয়েছে। তবে একমাত্র ডিম ছাড়া বাজারে বাকি পণ্যের দাম উল্টো ঊর্ধ্বমুখী। এক মাসের ব্যবধানে শুল্ক ছাড় পাওয়া পণ্যের মধ্যে শুধু ডিমের দাম কিছুটা কমেছে। বেড়েছে পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, আলু ও চালের দাম।

শুল্ককর কমানোর পর সাধারণ মানুষ আশা করেছিল, এতে দেশের বাজারে পণ্যগুলোর দাম অনেকটা সহনীয় পর্যায়ে আসবে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ছাড় পাওয়া পণ্যগুলোর মধ্যে সব পণ্য এখনো বাজারে আসেনি। আর বর্তমানে বিশ্ববাজারেও দাম বাড়ছে। এই পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লাভের গুড় যেমন পিঁপড়ায় খায়, তেমনি শুল্ককর ছাড়ের সুফল ভোগ করছেন ব্যবসায়ীরা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গত বৃহস্পতিবারের এবং এক মাস আগের বাজারদর পর্যালোচনা করে দেখা গেছে, আমদানিতে শুল্ককর ছাড় পাওয়া ছয়টি পণ্যের মধ্যে পাঁচটিরই দাম বেড়ে বিক্রি হচ্ছে। শুধু একটি পণ্য ডিমের দাম কিছুটা কমেছে। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরায় ১১০ থেকে ১৩০ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ মানভেদে ৮০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও টিসিবির হিসাবে এক মাস আগে দেশি পেঁয়াজ ১০৫ থেকে ১১৫ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।

তবে টিসিবির বাজারদরের চেয়ে রাজধানীর খুচরা বাজারে ক্রেতা সাধারণকে আরো বেশি দামে এসব পণ্য কিনতে হচ্ছে। গত বৃহস্পতিবার খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয় এবং ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সরকার গত ৮ ও ১৭ অক্টোবর দুই দফায় চিনির শুল্ককর কমায়। দ্বিতীয় দফায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বলা হয়েছিল, চিনি আমদানিতে খরচ কমবে কমবেশি ১১ টাকা। কিন্তু সরকারি সংস্থা টিসিবির বাজারদরের তথ্য বলছে, এক মাস আগের তুলনায় খোলা চিনি কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়ে ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

তবে খুচরা বাজার ও দোকানভেদে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ক্রেতাদের কিনতে হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। ভোজ্য তেলের দাম বাড়তে শুরু হওয়ায় চলতি মাসে আমদানিতে শুল্ককর ছাড় দেয় সরকার। টিসিবি বলছে, খোলা সয়াবিন তেল লিটারে ছয় থেকে ১১ টাকা বেড়েছে এক মাসে। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোতলজাত তেলের দাম বাড়েনি।

এক মাসের ব্যবধানে কেজিপ্রতি আলুর দাম পাঁচ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। যদিও খুচরা বাজারে কিছু দোকানে আলু কেজি ৬৫ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়ে চালের দাম বাড়লে। সম্প্রতি সরকার চাল আমদানিতে শুল্ককর ছাড় দেয়। শুল্ককর কমানোর ফলে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের দাম ১৪ টাকা ৪০ পয়সা কমবে। যদিও এখনো চাল আমদানি শুরু হয়নি। টিসিবির বাজারদরের তথ্য বলছে, শুল্ক ছাড়ের পর কেজিপ্রতি মাঝারিমানের চালের দাম নতুন করে দুই টাকা পর্যন্ত বেড়েছে। চালের বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিস্থিতি বুঝে চাল আমদানি বাড়াতে হবে। যাতে বাজারে সরবরাহে কোনো সংকট তৈরি না হয় এবং ঘাটতির আশঙ্কা থেকে মিল মালিকরাও সুযোগ নিতে না পারেন।

এদিকে শুল্ক ছাড়ের পর ভারত থেকে ডিম আমদানি শুরু হয়েছে। সরকার বাজারে নজরদারিও করছে। এতে বাজারে ডিমের দাম কমে এসেছে। টিসিবির তথ্য বলছে, এক মাস আগের তুলনায় হালিপ্রতি ফার্মের ডিমের দাম পাঁচ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়।

ভোক্তা স্বার্থ সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি কনজিউমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির (ভোক্তা) নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান সজল কালের কণ্ঠকে বলেন, ‘ভোক্তাদের স্বস্তি দিতে সরকার রাজস্বনীতিতে কিছুটা পরিবর্তন এনে আমদানিতে শুল্ক কমিয়েছে। কিন্তু শুল্ক কমানোর প্রভাব আমরা শুধু ডিমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অন্য কোনো পণ্যে এর প্রভাব দেখা যাচ্ছে না। এতে ভোক্তারা উপকৃত হওয়ার কথা থাকলেও শুল্কের সুবিধা ভোগ করছেন ব্যবসায়ীরা।’

তিনি বলেন, ‘বাজারকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে এই শুল্কের প্রভাব ভোক্তা পর্যায়ে পৌঁছে। সরকারকে এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে। কারণ আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমলে পণ্যের দামও ১০ শতাংশ সরাসরি কমার কথা।’

পেঁয়াজ আমদানিকারক এবং রাজধানীর শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাজেদ কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে দেশি পেঁয়াজের সংকটের কারণে দাম কমছে না। কৃষকের কাছে পেঁয়াজের মজুদ শেষের দিকে। আগামী দুই মাস পর বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসবে, তখন দাম কমতে পারে। এর আগে পেঁয়াজের দাম কমার তেমন সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘পাকিস্তানি পেঁয়াজ বাজারে ৭০ টাকা কেজিতে বিক্রি হলেও মানুষ কিনতে চায় না। যার কারণে পাকিস্তানি পেঁয়াজ আমদানি কমে গেছে। দাম বেশি হলেও ক্রেতারা দেশি পেঁয়াজ খোঁজেন। এটিও মূল্যবৃদ্ধির একটি কারণ।’

রাজধানীর মহাখালী কাঁচাবাজারে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হিমেল শেখের সঙ্গে। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেভাবেই হোক নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে নিয়ে আসুন। স্বল্প আয়ের মানুষ খুব কষ্টে আছে। তারা এখন তিন বেলার জায়গায় দুই বেলাও খেতে পারছে না। কারণ তারা আগে মাছ-মাংস খেতে না পারলেও নিয়মিত শাক-সবজি দিয়ে খাবার খেতে পারত। বর্তমানে সবজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা বিপাকে পড়ে গেছে।’

দীর্ঘদিন ধরে দেশে মূল্যস্ফীতির হার ১০ শতাংশের আশপাশে। খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের ক্ষোভের একটি কারণ ছিল—নিত্যপণ্যের দাম। বাজারে এখনো মাছ, মুরগি ও সবজির দাম চড়া। অন্তর্বর্তী সরকার পণ্যের দাম কমাতে নানা উদ্যোগ নিলেও হঠাৎ মূল্যবৃদ্ধির পেছনে অসময় বৃষ্টি ও বন্যাকে দায়ী করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শুল্ককর ছাড়ের লাভের গুড় ব্যবসায়ীদের ঝোলায়, অসহায় ক্রেতা

আপডেট টাইম : ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
দেশের বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার পেঁয়াজ, আলু, ভোজ্য তেল, চিনি, ডিম ও চাল আমদানিতে শুল্ককর ছাড় দিয়েছে। তবে একমাত্র ডিম ছাড়া বাজারে বাকি পণ্যের দাম উল্টো ঊর্ধ্বমুখী। এক মাসের ব্যবধানে শুল্ক ছাড় পাওয়া পণ্যের মধ্যে শুধু ডিমের দাম কিছুটা কমেছে। বেড়েছে পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, আলু ও চালের দাম।

শুল্ককর কমানোর পর সাধারণ মানুষ আশা করেছিল, এতে দেশের বাজারে পণ্যগুলোর দাম অনেকটা সহনীয় পর্যায়ে আসবে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ছাড় পাওয়া পণ্যগুলোর মধ্যে সব পণ্য এখনো বাজারে আসেনি। আর বর্তমানে বিশ্ববাজারেও দাম বাড়ছে। এই পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লাভের গুড় যেমন পিঁপড়ায় খায়, তেমনি শুল্ককর ছাড়ের সুফল ভোগ করছেন ব্যবসায়ীরা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গত বৃহস্পতিবারের এবং এক মাস আগের বাজারদর পর্যালোচনা করে দেখা গেছে, আমদানিতে শুল্ককর ছাড় পাওয়া ছয়টি পণ্যের মধ্যে পাঁচটিরই দাম বেড়ে বিক্রি হচ্ছে। শুধু একটি পণ্য ডিমের দাম কিছুটা কমেছে। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরায় ১১০ থেকে ১৩০ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ মানভেদে ৮০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও টিসিবির হিসাবে এক মাস আগে দেশি পেঁয়াজ ১০৫ থেকে ১১৫ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।

তবে টিসিবির বাজারদরের চেয়ে রাজধানীর খুচরা বাজারে ক্রেতা সাধারণকে আরো বেশি দামে এসব পণ্য কিনতে হচ্ছে। গত বৃহস্পতিবার খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয় এবং ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সরকার গত ৮ ও ১৭ অক্টোবর দুই দফায় চিনির শুল্ককর কমায়। দ্বিতীয় দফায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বলা হয়েছিল, চিনি আমদানিতে খরচ কমবে কমবেশি ১১ টাকা। কিন্তু সরকারি সংস্থা টিসিবির বাজারদরের তথ্য বলছে, এক মাস আগের তুলনায় খোলা চিনি কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়ে ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

তবে খুচরা বাজার ও দোকানভেদে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ক্রেতাদের কিনতে হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। ভোজ্য তেলের দাম বাড়তে শুরু হওয়ায় চলতি মাসে আমদানিতে শুল্ককর ছাড় দেয় সরকার। টিসিবি বলছে, খোলা সয়াবিন তেল লিটারে ছয় থেকে ১১ টাকা বেড়েছে এক মাসে। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোতলজাত তেলের দাম বাড়েনি।

এক মাসের ব্যবধানে কেজিপ্রতি আলুর দাম পাঁচ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। যদিও খুচরা বাজারে কিছু দোকানে আলু কেজি ৬৫ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়ে চালের দাম বাড়লে। সম্প্রতি সরকার চাল আমদানিতে শুল্ককর ছাড় দেয়। শুল্ককর কমানোর ফলে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের দাম ১৪ টাকা ৪০ পয়সা কমবে। যদিও এখনো চাল আমদানি শুরু হয়নি। টিসিবির বাজারদরের তথ্য বলছে, শুল্ক ছাড়ের পর কেজিপ্রতি মাঝারিমানের চালের দাম নতুন করে দুই টাকা পর্যন্ত বেড়েছে। চালের বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিস্থিতি বুঝে চাল আমদানি বাড়াতে হবে। যাতে বাজারে সরবরাহে কোনো সংকট তৈরি না হয় এবং ঘাটতির আশঙ্কা থেকে মিল মালিকরাও সুযোগ নিতে না পারেন।

এদিকে শুল্ক ছাড়ের পর ভারত থেকে ডিম আমদানি শুরু হয়েছে। সরকার বাজারে নজরদারিও করছে। এতে বাজারে ডিমের দাম কমে এসেছে। টিসিবির তথ্য বলছে, এক মাস আগের তুলনায় হালিপ্রতি ফার্মের ডিমের দাম পাঁচ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়।

ভোক্তা স্বার্থ সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি কনজিউমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির (ভোক্তা) নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান সজল কালের কণ্ঠকে বলেন, ‘ভোক্তাদের স্বস্তি দিতে সরকার রাজস্বনীতিতে কিছুটা পরিবর্তন এনে আমদানিতে শুল্ক কমিয়েছে। কিন্তু শুল্ক কমানোর প্রভাব আমরা শুধু ডিমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অন্য কোনো পণ্যে এর প্রভাব দেখা যাচ্ছে না। এতে ভোক্তারা উপকৃত হওয়ার কথা থাকলেও শুল্কের সুবিধা ভোগ করছেন ব্যবসায়ীরা।’

তিনি বলেন, ‘বাজারকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে এই শুল্কের প্রভাব ভোক্তা পর্যায়ে পৌঁছে। সরকারকে এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে। কারণ আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমলে পণ্যের দামও ১০ শতাংশ সরাসরি কমার কথা।’

পেঁয়াজ আমদানিকারক এবং রাজধানীর শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাজেদ কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে দেশি পেঁয়াজের সংকটের কারণে দাম কমছে না। কৃষকের কাছে পেঁয়াজের মজুদ শেষের দিকে। আগামী দুই মাস পর বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসবে, তখন দাম কমতে পারে। এর আগে পেঁয়াজের দাম কমার তেমন সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘পাকিস্তানি পেঁয়াজ বাজারে ৭০ টাকা কেজিতে বিক্রি হলেও মানুষ কিনতে চায় না। যার কারণে পাকিস্তানি পেঁয়াজ আমদানি কমে গেছে। দাম বেশি হলেও ক্রেতারা দেশি পেঁয়াজ খোঁজেন। এটিও মূল্যবৃদ্ধির একটি কারণ।’

রাজধানীর মহাখালী কাঁচাবাজারে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হিমেল শেখের সঙ্গে। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেভাবেই হোক নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে নিয়ে আসুন। স্বল্প আয়ের মানুষ খুব কষ্টে আছে। তারা এখন তিন বেলার জায়গায় দুই বেলাও খেতে পারছে না। কারণ তারা আগে মাছ-মাংস খেতে না পারলেও নিয়মিত শাক-সবজি দিয়ে খাবার খেতে পারত। বর্তমানে সবজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা বিপাকে পড়ে গেছে।’

দীর্ঘদিন ধরে দেশে মূল্যস্ফীতির হার ১০ শতাংশের আশপাশে। খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের ক্ষোভের একটি কারণ ছিল—নিত্যপণ্যের দাম। বাজারে এখনো মাছ, মুরগি ও সবজির দাম চড়া। অন্তর্বর্তী সরকার পণ্যের দাম কমাতে নানা উদ্যোগ নিলেও হঠাৎ মূল্যবৃদ্ধির পেছনে অসময় বৃষ্টি ও বন্যাকে দায়ী করা হচ্ছে।