ঢাকা , বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে কতিত ছাত্র সমন্বয়কারী গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে হয়রানির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে চুনারুঘাট থানা গেটের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মাহবুবুর রহমান তানিম (২৭)। তিনি উত্তর উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাহবুব নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
এমনকি তার ব্যাক্তিগত পছন্দের লোককে আটক করার জন্য পুলিশকে চাপ প্রয়োগ করে। এছাড়া সে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। নিরপরাধ মানুষের গ্রেফতারের জন্য অব্যাহতভাবে পুলিশকে চাপ প্রয়োগ করে আসছে।
এসব বিষয়ে অভিযোগ পাওয়ার পর রাতে তাকে আটক করা হয়। আটক মাহবুবকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হবিগঞ্জে কতিত ছাত্র সমন্বয়কারী গ্রেফতার

আপডেট টাইম : ৫৫ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে হয়রানির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে চুনারুঘাট থানা গেটের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মাহবুবুর রহমান তানিম (২৭)। তিনি উত্তর উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাহবুব নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
এমনকি তার ব্যাক্তিগত পছন্দের লোককে আটক করার জন্য পুলিশকে চাপ প্রয়োগ করে। এছাড়া সে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। নিরপরাধ মানুষের গ্রেফতারের জন্য অব্যাহতভাবে পুলিশকে চাপ প্রয়োগ করে আসছে।
এসব বিষয়ে অভিযোগ পাওয়ার পর রাতে তাকে আটক করা হয়। আটক মাহবুবকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।