চাঁদপুরে মেঘনা নদীতে ‘এমভি আল-বাখেরা’ নামের জাহাত থেকে পাঁচ মরদেহ উদ্ধারের পাশাপাশি তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে দুজন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। আর বেঁচে থাকা জুয়েল রানা (২৩) নামের যুবককে চাঁদপুর থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসনালি কেটে যাওয়ায় তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার রাত ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল জাহাজটিতে সুগানি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর সদর উপজেলার সেকেন খালাসির ছেলে।
জুয়েলের ভাই লিটন খালাসি বলেন, তার ভাই ওই জাহাজে চার বছর যাবত সুগানি হিসাবে হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে যাওয়ার কথা ছিল জাহাজটির। আজ চাঁদপুর মাঝের চর মেঘনা নদীতে ডাকাতের কবলে পড়েন তার ভাই জুয়েলসহ অন্যরা।
চাঁদপুর অঞ্চল নৌপুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম বলেন, চাঁদপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুয়েলকে ঢামেক হাসপাতালের নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজ সালেক বলেন, আহত ওই যুবকের শ্বাসনালি কেটে গেছে। প্রাথমিকভাবে তার গলায় আর্টিফিশিয়াল একটি টিউব বসানো হয়েছে। এ মুহূর্তে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।