ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ভেঙে গেছে রেললাইনের পাত, রাজশাহীতে ধীরগতিতে চলছে ট্রেন

রাজশাহীতে রেললাইনের পাত ভেঙে যাওয়ায় ধীরগতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা রেললাইন মেরামতের কাজ করছেন।

এর আগে গত ৮ ডিসেম্বর একই জায়গায় রেল লাইন ভেঙে গিয়েছিল। এক মাসের ব্যবধানে একই জায়গায় দুইবার ট্রেনের লাইন ভাঙলো। বর্তমানে ভাঙা রেললাইনের ওপর দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভাঙা দেখে স্থানীয় এক ব্যক্তি রেলওয়ের কর্মীদের খবর দেন। এরপর কয়েকজন রেলওয়ের কর্মী এসে লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময়ের মধ্যে ভাঙা লাইনের ওপর দিয়েই বরেন্দ্র এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী (পথ) আহসান হাবিব বলেন, লাইন দ্রুত মেরামতের জন্য কাজ করছে কর্মীরা। ট্রেন ধীরগতিতে পার হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আবারও ভেঙে গেছে রেললাইনের পাত, রাজশাহীতে ধীরগতিতে চলছে ট্রেন

আপডেট টাইম : ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে রেললাইনের পাত ভেঙে যাওয়ায় ধীরগতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা রেললাইন মেরামতের কাজ করছেন।

এর আগে গত ৮ ডিসেম্বর একই জায়গায় রেল লাইন ভেঙে গিয়েছিল। এক মাসের ব্যবধানে একই জায়গায় দুইবার ট্রেনের লাইন ভাঙলো। বর্তমানে ভাঙা রেললাইনের ওপর দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভাঙা দেখে স্থানীয় এক ব্যক্তি রেলওয়ের কর্মীদের খবর দেন। এরপর কয়েকজন রেলওয়ের কর্মী এসে লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময়ের মধ্যে ভাঙা লাইনের ওপর দিয়েই বরেন্দ্র এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী (পথ) আহসান হাবিব বলেন, লাইন দ্রুত মেরামতের জন্য কাজ করছে কর্মীরা। ট্রেন ধীরগতিতে পার হচ্ছে।