ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে ৭ মণ কচ্ছপ উদ্ধার

চাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে তিন প্রজাতির ২৮০ কেজি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ওই কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, গোপন সংবাদের আলোকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার, দোয়াভাঙ্গা ও টামটা এবং হাজীগঞ্জ উপজেলার মাইশামোড়া মৎস্য আড়ত এলাকায় অভিযান পরিচালনায করা হয়। পরে তিন প্রজাতির সাত মণ কচ্ছপ (আনুমানিক সর্বমোট ওজন ২৮০ কেজি) জব্দ করেছে। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে কচ্ছপ পাচারকারীরা পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, এসব কচ্ছপের মধ্যে ১৭০ কেজি সুন্ধি কাছিম , ১০০ কেজি করি কাইট্টা এবং ১০ কেজি হলো হলুদ কচ্ছপ। এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় কুচিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে এক দল অসাধুচক্র এ পাচার কাজ পরিচালনা করে আসছে। এর আগে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুর থেকে ২০ মণ কচ্ছপ আটক করেছিল। আগের অভিযানের তথ্য পর্যালোচনা করে সোমবারের অভিযানটি পরিচালনা করা হয়। কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে। কচ্ছপ পাচারকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চাঁদপুরে ৭ মণ কচ্ছপ উদ্ধার

আপডেট টাইম : ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে তিন প্রজাতির ২৮০ কেজি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ওই কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, গোপন সংবাদের আলোকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার, দোয়াভাঙ্গা ও টামটা এবং হাজীগঞ্জ উপজেলার মাইশামোড়া মৎস্য আড়ত এলাকায় অভিযান পরিচালনায করা হয়। পরে তিন প্রজাতির সাত মণ কচ্ছপ (আনুমানিক সর্বমোট ওজন ২৮০ কেজি) জব্দ করেছে। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে কচ্ছপ পাচারকারীরা পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, এসব কচ্ছপের মধ্যে ১৭০ কেজি সুন্ধি কাছিম , ১০০ কেজি করি কাইট্টা এবং ১০ কেজি হলো হলুদ কচ্ছপ। এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় কুচিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে এক দল অসাধুচক্র এ পাচার কাজ পরিচালনা করে আসছে। এর আগে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুর থেকে ২০ মণ কচ্ছপ আটক করেছিল। আগের অভিযানের তথ্য পর্যালোচনা করে সোমবারের অভিযানটি পরিচালনা করা হয়। কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে। কচ্ছপ পাচারকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।