বাঙালী কণ্ঠ নিউজঃ বৈশাখ এলেই ইলিশের কথা চলে আসে। ইলিশ ছাড়া বাঙালি বৈশাখ জমেই না। কিন্তু এবার সাগরে ইলিশের আকাল। মৌসুম শুরু হয়নি এখনো। অনেকেই ইলিশ পাওয়া না পাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন। বাজারে যাও দু’চার পিস পাওয়া যাচ্ছে দাম অনেক।
ইলিশের সংকটে কক্সবাজারের টেকনাফের জেলেকে ভাগ্যভাগই বলতে হবে। আমির হোসেন নামে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক ইলিশ।
বৃহস্পতিবার টেকনাফের বাসস্টেশন বাজারে ইলিশটি বিক্রি হয়েছে। আড়াই কেজি ওজনের ইলিশটি স্থানীয় এক ক্রেতা ৪ হাজার ১০০ টাকায় কিনে নিয়েছেন।
বাজারের মাছ ব্যবসায়ী ফরিদ আলম ইলিশ মাছটি বিক্রি করেন।তিনি জানান, বুধবার রাতে আমির হোসেন হোসেন নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে।
বিক্রেতা জানান, আড়াই কেজির ইলিশ পাওয়া কঠিন কিছু নয়। তবে এবার ইলিশ সংকট হওয়ায় এই ইলিশটিই বাজারে সবার চোখে পড়েছে।