বাঙালি কণ্ঠ ডেস্কঃ নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী মাহফুজ সোহেলসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) টিএম মুজাহিদুল ইসলাম শনিবার সকালে জানান, শুক্রবার রাতে শিবগঞ্জে অভিযান চালিয়ে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী মাহফুজ সোহেলকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়।