বাঙালী কণ্ঠ নিউজঃ গুলশানে হলি আর্টিজানে হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শিগগিরই এ মামলার চার্জশিট দেয়া হবে। তদন্ত ও অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেয়া হচ্ছে।
শুক্রবার অলিম্পিক ডে উপলক্ষ্যে ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশ’র আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগীতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, নির্ভুল তদন্ত ও অভিযোগপত্র দিতে কাজ করছে পুলিশ। কোনো ধরনের ভুল যাতে না হয়, সে জন্য সময় নেয়া হচ্ছে। তদন্ত শেষের দিকে রয়েছে।
নাটোর থেকে গ্রেফতার ‘নব্য জেএমবি’ রাশেদ ওরফে আবু জাররার প্রসঙ্গে তিনি বলেন, রাশেদ ওরফে রিপন ছিল ওই হামলা ‘পরিকল্পনাকারী’দের মধ্যে অন্যতম। মূলতঃ তার তত্ত্বাবধানে হামলা পরিচালিত হয় বলে গোয়েন্দা তথ্য পেয়েছি।
প্রসঙ্গত, হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাশেদকে শুক্রবার ভোরে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে সিংড়া থেকে ঢাকায় আনা হচ্ছে।