বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। এ সময় ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিদের বেশিরভাগই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন-আল আমিন, স্বপন, মিজান ও নাজমুল।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৪ আগষ্ট সকালে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের লাখপুর গ্রামের মো. কুবেদ ও তার ভাতিজা জাকারুলকে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে কুবেদ ও ঘটনার দুই দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জাকারুলের মৃত্যু হয়।
এ ঘটনায় করিমগঞ্জ থানায় ২৭ জনকে আসামি করে নিহত কুবেদের স্ত্রী সুজাতা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ ওই মামলার রায় ঘোষণা করা হল। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কুবেদ ও জাকারিয়ার পরিবার।