ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জবিতে যৌন হয়রানির বিরুদ্ধে গণস্বাক্ষর

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই নারী শিক্ষার্থীর সাথে যৌন হয়রানির ঘটনায় ও সারাদেশে সকাল প্রকার যৌন নির্যাতনের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘স্বাধিকার আন্দোলন’ ও ‘উই আর রিহ্যাসারস’।

মঙ্গলবার বেলা ১১ টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সম্মুখে এই গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদমূলক উক্তি, ভাষা, ও প্রতিবাদী চিত্র (নারী কে নারী নয় নিজের মা-বোন ভাবতে শিখুন, নারী এক মা একই সত্ত্বা সুতরাং তাদেরকে সম্মান করতে শিখুন, যে স্তন্যের রস তোমার শরীরের রয়েছে সে স্তন্যের রসের প্রতি তোমার হিংস্র আচরণ কেন?) দিয়ে গণস্বাক্ষর করেন তারা।

গণস্বাক্ষর কর্মসূচির স্বাধিকার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘আমরা চেয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চেয়েছি। এছাড়াও আমরা একটি মেসেজ দিতে চেয়েছি যে, এরপর থেকে কেউ যেন নারীদের প্রতি কোন সহিংসতা দেখে দাঁড়িয়ে না থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করে।’

‘উই আর রিহ্যাসারস’ এর মুখপাত্র আবদুল্লাহ আল নোমান গণস্বাক্ষর আয়োজনের ব্যাপারে বলেন, ‘উই আর রিহ্যাসারস’ একটি সামাজিক সচেতনতামূলক দল। যেটি ব্রিটিশ কাউন্সিল এবং দি হাঙ্গার প্রোজেক্ট এর অধীনে সমাজকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরণের সামাজিক সচেতনতামূলক কাজ করে থাকে।’

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাউফুন নাহার সিনথী বলেন, ‘আমরা শুধু যৌন হয়রানির বিরুদ্ধে স্বাক্ষর করিনি বরং নারীদের সকল ধরণের যৌন হয়রানি না করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ করেছি।’

গণস্বাক্ষর আয়োজনে আরো ছিলেন, স্বাধিকার আন্দোলনের আহসান জোবায়ের, আরাফাত আমান, আসসাইফ সুবর্ন ও উই আর রিহ্যাসার্সের জান্নাতুল ফেরদাউস শাকিল, মুজাহিদুল ইসলাম, নারজিয়া আক্তার ও চুমকি দেবনাথ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জবিতে যৌন হয়রানির বিরুদ্ধে গণস্বাক্ষর

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই নারী শিক্ষার্থীর সাথে যৌন হয়রানির ঘটনায় ও সারাদেশে সকাল প্রকার যৌন নির্যাতনের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘স্বাধিকার আন্দোলন’ ও ‘উই আর রিহ্যাসারস’।

মঙ্গলবার বেলা ১১ টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সম্মুখে এই গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদমূলক উক্তি, ভাষা, ও প্রতিবাদী চিত্র (নারী কে নারী নয় নিজের মা-বোন ভাবতে শিখুন, নারী এক মা একই সত্ত্বা সুতরাং তাদেরকে সম্মান করতে শিখুন, যে স্তন্যের রস তোমার শরীরের রয়েছে সে স্তন্যের রসের প্রতি তোমার হিংস্র আচরণ কেন?) দিয়ে গণস্বাক্ষর করেন তারা।

গণস্বাক্ষর কর্মসূচির স্বাধিকার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘আমরা চেয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চেয়েছি। এছাড়াও আমরা একটি মেসেজ দিতে চেয়েছি যে, এরপর থেকে কেউ যেন নারীদের প্রতি কোন সহিংসতা দেখে দাঁড়িয়ে না থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করে।’

‘উই আর রিহ্যাসারস’ এর মুখপাত্র আবদুল্লাহ আল নোমান গণস্বাক্ষর আয়োজনের ব্যাপারে বলেন, ‘উই আর রিহ্যাসারস’ একটি সামাজিক সচেতনতামূলক দল। যেটি ব্রিটিশ কাউন্সিল এবং দি হাঙ্গার প্রোজেক্ট এর অধীনে সমাজকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরণের সামাজিক সচেতনতামূলক কাজ করে থাকে।’

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাউফুন নাহার সিনথী বলেন, ‘আমরা শুধু যৌন হয়রানির বিরুদ্ধে স্বাক্ষর করিনি বরং নারীদের সকল ধরণের যৌন হয়রানি না করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ করেছি।’

গণস্বাক্ষর আয়োজনে আরো ছিলেন, স্বাধিকার আন্দোলনের আহসান জোবায়ের, আরাফাত আমান, আসসাইফ সুবর্ন ও উই আর রিহ্যাসার্সের জান্নাতুল ফেরদাউস শাকিল, মুজাহিদুল ইসলাম, নারজিয়া আক্তার ও চুমকি দেবনাথ।