বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঈদুল আজহার সাত দিন আগে দেশের এমপিওভুক্ত সকল বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস দিতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সেই লক্ষ্যমাত্রা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী নিশ্চিত করেছেন।
শাহেদুল খবির চৌধুরী বলেন, শিক্ষকদের ঈদ কেনাকাটার স্বার্থে করোনা পরিস্থিতিতেও ঈদের কমপক্ষে সাত দিন আগে তাদের বোনাস পাঠিয়ে দেয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বোনাস ছাড়া হবে।
তিনি বলেন, নির্ধারিত সময়ে শিক্ষক-কর্মচারীদের বোনাসের অর্থ দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে মাউশির ইএমআইএস সেল কাজ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে এসে সেদিনেই চেক ব্যাংকে পাঠানো হবে।