বাঙালী কণ্ঠ নিউজঃ শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তানজির (১৮) ও মিজান (১৮) তেজগাঁও বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
বুধবার দুপুরে ডেমরার সারলিয়ায় সুলতানা কামাল ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত মিজান ডেমরার কোনাপাড়ার বামইন এলাকার হাবিব মিয়ার ছেলে। আর নিহত তানজিল শনির আখড়া জাপানি রোড জিয়া স্বরণী এলাকার আবদুল হাইর ছেলে।
নিহতদের বন্ধু নাদিম জানায়, সে নিজে সহ তারা তিন বন্ধু মিজান ও তানজিল কলেজের না যেয়ে দুপুরে ডেমরার সারলিয়ায় সুলতানা কামাল ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় মিজান ও তানজিল একাধীকবার ব্রিজের উপর থেকে নদীতে লাফিয়ে পরে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
ঘটানার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর জানান, নিহত ছাত্রদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।