বাঙালী কণ্ঠ নিউজঃ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে এবার পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নের প্যাকেট খোলার নির্দেশনা রয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের নির্দেশনায় পরীক্ষার হলে স্মার্টফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বাঙালী কণ্ঠকে জানিয়েছেন, কেন্দ্রের সিদ্ধান্ত বাস্তবায়নে তারা বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করবেন।
তিনি বলেন, একাধিক সেটে পরীক্ষার প্রশ্ন করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় স্ব স্ব থানা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠিয়ে দেওয়া হবে। এমনকি কেন্দ্রভিত্তিক প্রশ্নের প্যাকেট করা হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে কেন্দ্রে প্রশ্নের প্যাকেট খোলার নিদের্শনা রয়েছে। এছাড়াও পরীক্ষা সুষ্ঠভাবে সম্পাদনে সারাদেশের পরীক্ষা কেন্দ্র মনিটরিং করতে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের ৩৮ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনই।
এদিকে আগামীকাল (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার চট্টগ্রামের ৩ হাজার ৭৯৪টি স্কুলের ১ লাখ ৫২ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী অংশ নিবে। এর মধ্যে ৭০ হাজার ৪৮৩ জন ছাত্র এবং ৮২ হাজার ৬৮ জন ছাত্রী রয়েছে। নগরীসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানার ৩৪৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর নগরীর ৬টি সহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানায় ৩৪৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে ১ লাখ ৫২ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী।
এরমধ্যে পাহাড়তলী শিক্ষা থানার ১২৭টি স্কুলের ৮টি কেন্দ্রে ৬ হাজার ৮৫৮, ডবলমুরিংয়ের ২০২টি স্কুলের ৯টি কেন্দ্রে ১০ হাজার ৪, বন্দরের ১২৯টি স্কুলের ৬টি কেন্দ্রে ৭ হাজার ৪৭৪, পাঁচলাইশের ১৯০টি স্কুলের ১০টি কেন্দ্রে ৯ হাজার ৮৮, চান্দগাঁওয়ের ১৬৪টি স্কুলের ৯টি কেন্দ্রে ৮ হাজার ৭৩১, কোতোয়ালীর ১১২টি স্কুলের ৭টি কেন্দ্রে ৭ হাজার