বাঙালী কণ্ঠ নিউজঃ জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার ৩৮টি কেন্দ্রে এবার ১৫ হাজার ৭ শ ৫৭ জন পরীক্ষার্থী প্রাথমিক ও এফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। ১৯ নভেম্বর থেকে এ শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। এ জন্য কেন্দ্র নির্বাচনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানিয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় সরকারি প্রাথমিক হচ্ছে ৩’শ ৬৭টি, কেজি ৯৮টি এবং এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৬৩টি। এ সকল বিদ্যালয় থেকে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলায় মোট ১৫ হাজার ৭’শ ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদের মধ্যে বালক ৭ হাজার ৭’শ ২৯ জন এবং বালিকা রয়েছে ৮ হাজার ২৮ জন।
সূত্রটি আরও জানায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে ১২ হাজার ৯২০ জন। এদের মধ্যে বালক রয়েছে ৬ হাজার ২৪৬ জন এবং বালিকা হচ্ছে ৬ হাজার ৬৭৪ জন। এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২ হাজার ৮’শ ৩৭ পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে বালক এক হাজার ৪৮৩ জন এবং বালিকা রয়েছে এক হাজার ৩৫৪ জন। জেলায় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে ৪৭টি এবং উচ্চ মাদ্রাসা সংযুক্ত এবতেদায়ী হচ্ছে ১’শ ১৬টি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর। বাসস।