বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষা খাতে দুর্নীতির মাত্রা দিন দিন লাগামহীন ভাবে বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে শেষ হওয়া জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে এবার সে সকল প্রতিষ্ঠানগুলোই উঠে পড়ে লেগেছে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের ধান্দায়। স্থানীয় প্রশাসনের উদাসিন মনোভাবের ফলে কুলিয়ারচরে নিন্ম আয়ের খেটে খাওয়া সাধারণ অভিভাবকেরা তাদের সন্তানদের পরীক্ষার ফি ন্যায্য মূল্যের চেয়ে ৩-৪ গুণ বেশি টাকা বিদ্যালয়কে দিতে বাধ্য হচ্ছেন।
বোর্ড কতৃক নির্ধারিত ১৫৫০ টাকা নেবার কথা থাকলেও কাউকে পরোয়া না করে কুলিয়ারচরের বেশিরভাগ স্কুলগুলোই ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে নিচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। বাড়তি টাকা নেবার কোন প্রকার রশিদ দেওয়া হচ্ছেনা কোন প্রতিষ্টান গুলোতেই। এ ছাড়া অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে প্রাতিষ্ঠানিক নানা ঝামেলায় পরতে পারে ভেবে কোথাও কোন অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। সে সুযোগকে কাজে লাগিয়ে কুলিয়ারচরের প্রায় প্রতিটি মধ্যমিক বিদ্যালয় গুলো গুনছে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে নেওয়া অতিরিক্ত অর্থ।
কুলিয়ারচর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, এ বিষয় নিয়ে কেউ আমার কাছে কোন অভিযোগ করেনি। আপনাদের যদি কেউ অভিযোগ করে থাকে তাদের বলবেন অতিরিক্ত ফি আদায়ের রশিদ সহ যেন আমার কাছে অভিযোগ করে। অভিযোগ পাওয়া মাত্র সে সকল প্রতিষ্টান গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।