বাঙালী কণ্ঠ নিউজঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীর জন্য কর্মকর্তাসহ ১১ জন দায়িত্বপালন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব আকবর হোসেন।
তিনি জানান, গত রোববার সকাল ১০টায় শারীরিক শিক্ষা বিষয়ে সজীব নামের এক শিক্ষার্থী আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করে। সজীব ডাকরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে গত বছর শারীরিক শিক্ষা বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে এ বছর পরীক্ষা দেয়ার জন্য মাস দুয়েক আগে ফরম পূরণ করে। তার রোববার এই বিষয়ে পরীক্ষা ছিল।
কেন্দ্র সচিব আকবর হোসেন জানান, এ বিষয়ের একজনই পরীক্ষার্থী ছিল সজীব। তার পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, কক্ষ পরিদর্শক, দুইজন পুলিশ, দুইজন অফিস সহকারী, দুইজন পিয়নসহ মোট ১১ জন দায়িত্বপালন করেন।
বাঘা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, উপজেলায় ৯টি কেন্দ্রের মধ্যে মাত্র আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় কেন্দ্রে একজন মাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। আমি নিজে পরীক্ষা হল পরিদর্শন করেছি।
উপজেলায় ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী দুই হাজার ৬৪৫ জন। তবে একজন পরীক্ষার্থীর জন্য কর্মকর্তাসহ ১১ জন দায়িত্বপালন করার বিষয়ে স্বীকার করেন তিনি।