বাঙালী কণ্ঠ নিউজঃ চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৮-১৯) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে রাজধানীসহ সারা দেশের ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ভর্তি পরীক্ষায় ৬৫ হাজার ৯১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দেশে সরকারি ৩৬টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি। দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আবদুর রশীদ জানান, শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পূর্ব নির্ধারিত সময়সূচি থাকলেও সুষ্ঠু ও নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আধা ঘণ্টা আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে নির্দেশনা জারি করা হয়। এছাড়া পরীক্ষা হলে পরীক্ষার্থী এমনকি দায়িত্বরত পরিদর্শক বা কর্মকর্তাদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে কেন্দ্রের ভেতরে যোগাযোগের জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে পাঁচটি অ্যানালগ মোবাইল ফোন সরবরাহ করা হয়।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় ৬৬ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।