ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোচিং বাণিজ্য বন্ধসহ ৫ নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দৃষ্টিতে শিক্ষায় জনসম্পৃক্ত বড় সমস্যা মোটাদাগে পাঁচটি। এগুলো হচ্ছে-পাঠ্যপুস্তকের কারিকুলাম, প্রশ্নফাঁস, শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায়, কোচিং বাণিজ্য এবং শিক্ষা প্রশাসন কার্যকর।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের বিভিন্ন উইং প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি চিহ্নিত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় তার পাশে মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপমন্ত্রী মহিবুর হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

মূলত মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যে তাদের এটা ছিল আনুষ্ঠানিক প্রথম বৈঠক। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা নিয়ে দায়িত্বগ্রহণের প্রথম দিন থেকেই মন্ত্রী ও উপমন্ত্রী জোরদার ও সতর্কমূলক অবস্থান গ্রহণ করেছেন। প্রথম বৈঠকেও তাদের সেই অবস্থানের চিত্র ফুটে উঠেছে।

বৈঠকের শুরুর দিকে সব উইং প্রধান আলাদাভাবে বিগত ১০ বছরে মন্ত্রণালয়ের অর্জন ও সফলতার চিত্র তুলে ধরেন। পাশাপাশি তাদের নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন প্রজেক্টরের মাধ্যমে। এর সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোও উল্লেখ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি ও সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়াই হবে আমাদের সরকারের অগ্রাধিকার। তাই এসব বেআইনি কাজ বন্ধে পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রেই শুধু নয়, সব ধরনের সমস্যা সমাধানে শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর হতে হবে।

সভাশেষে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতা আমরা বিশ্বাস করি, তাই বিগত দিনে শিক্ষাখাতে সব উন্নয়নে যে ধারা ছিল তা বজায় রাখা হবে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আমাদের দায়িত্ববোধ সর্ম্পকে অবগত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রশ্ন ফাঁসসহ বর্তমান সঙ্কটগুলো নিয়েও আলোচনা হয়েছে। দ্রুত এসব সমস্যা লাঘর করে শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

কোচিং বাণিজ্য বন্ধসহ ৫ নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দৃষ্টিতে শিক্ষায় জনসম্পৃক্ত বড় সমস্যা মোটাদাগে পাঁচটি। এগুলো হচ্ছে-পাঠ্যপুস্তকের কারিকুলাম, প্রশ্নফাঁস, শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায়, কোচিং বাণিজ্য এবং শিক্ষা প্রশাসন কার্যকর।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের বিভিন্ন উইং প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি চিহ্নিত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় তার পাশে মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপমন্ত্রী মহিবুর হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

মূলত মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যে তাদের এটা ছিল আনুষ্ঠানিক প্রথম বৈঠক। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা নিয়ে দায়িত্বগ্রহণের প্রথম দিন থেকেই মন্ত্রী ও উপমন্ত্রী জোরদার ও সতর্কমূলক অবস্থান গ্রহণ করেছেন। প্রথম বৈঠকেও তাদের সেই অবস্থানের চিত্র ফুটে উঠেছে।

বৈঠকের শুরুর দিকে সব উইং প্রধান আলাদাভাবে বিগত ১০ বছরে মন্ত্রণালয়ের অর্জন ও সফলতার চিত্র তুলে ধরেন। পাশাপাশি তাদের নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন প্রজেক্টরের মাধ্যমে। এর সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোও উল্লেখ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি ও সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়াই হবে আমাদের সরকারের অগ্রাধিকার। তাই এসব বেআইনি কাজ বন্ধে পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রেই শুধু নয়, সব ধরনের সমস্যা সমাধানে শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর হতে হবে।

সভাশেষে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতা আমরা বিশ্বাস করি, তাই বিগত দিনে শিক্ষাখাতে সব উন্নয়নে যে ধারা ছিল তা বজায় রাখা হবে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আমাদের দায়িত্ববোধ সর্ম্পকে অবগত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রশ্ন ফাঁসসহ বর্তমান সঙ্কটগুলো নিয়েও আলোচনা হয়েছে। দ্রুত এসব সমস্যা লাঘর করে শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।