বাঙালী কণ্ঠ নিউজঃ “শিক্ষা-ভ্রাতৃত্ব-প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদী কমিটিতে আবু মুসা সভাপতি এবং রোকন শাহরিয়ার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
রোববার (২৮ এপ্রিল) সংগঠনের বর্তমান সভাপতি মো. ইরফানুল হাই সৌরভ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাছের রানা স্বাক্ষরিত সমিতির দাপ্তরিক প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি দিলাওয়ার হোসেন রুবেল, হুসাইন মুহাম্মাদ সিদ্দিকিন ও শোভন সাহা, যুগ্মসাধারণ সম্পাদক মুনতাসির মামুন রিফাত, জুবায়ের কবির তুষার ও মো. নাজিম উদ্দিন হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, মো. কাউসার আহমেদ মিলন ও প্রমা দেবনাথ, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক সাফায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন এবং ক্রীড়া সম্পাদক তুহিন আলম বিজয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কিশোরগঞ্জ থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন কমিটি সামনে এগিয়ে যাবে এবং এই কমিটির মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে সৌহার্দ্যের মেলবন্ধনে আবদ্ধ হতে পারবে।
‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ’ কিশোরগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে এমন আশাবাদ ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী কিশোরগঞ্জ জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও।