ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

বাঙালী কণ্ঠ নিউজঃ টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। কলেজ থেকে বিজ্ঞান বিভাগে মোট ৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। সোমবার এ ফলাফল প্রকাশ করা হয়।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্ররা হলো-মোহাইমিন, আরিয়ান, মোনেম, তালহা, রিজুয়ান, রাহিক, আহমদুল্লাহ, জাকারিয়া, রাওন, তানভির, ফারহান, জামিল, ফারদিন, সাবিক, সাকিব, মোনন, তুহিন, আরাফাত, শামদিদ, মেহেদি, তাওহিদুর, রাফিয়ান, পার্থিব, তৌফিক, ধ্রুব, হাসিব, আসিফ, তাওসিফ, জিয়াদাদ, হাবিব, হাসনাত, আশিষ, মাহির, মাহামুদ, মিনহাজ, জয়, অয়শিক, সজিব, হাদি, নুর, মোহাশির, নাবিদ, হাসিব, মিরাজ, রাফিল, সোয়াদ, সাফওয়ান, ফাতিন, সাবিক, আশির, নাফি, সিয়াম, রাইয়াতুল, মাহিম এবং আবরার।

কলেজ অধ্যক্ষ বিমান রায় চৌধুরী ও অ্যাডজুডেন্ট মেজর মালেক বলেন, ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল সম্ভব হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

আপডেট টাইম : ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। কলেজ থেকে বিজ্ঞান বিভাগে মোট ৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। সোমবার এ ফলাফল প্রকাশ করা হয়।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্ররা হলো-মোহাইমিন, আরিয়ান, মোনেম, তালহা, রিজুয়ান, রাহিক, আহমদুল্লাহ, জাকারিয়া, রাওন, তানভির, ফারহান, জামিল, ফারদিন, সাবিক, সাকিব, মোনন, তুহিন, আরাফাত, শামদিদ, মেহেদি, তাওহিদুর, রাফিয়ান, পার্থিব, তৌফিক, ধ্রুব, হাসিব, আসিফ, তাওসিফ, জিয়াদাদ, হাবিব, হাসনাত, আশিষ, মাহির, মাহামুদ, মিনহাজ, জয়, অয়শিক, সজিব, হাদি, নুর, মোহাশির, নাবিদ, হাসিব, মিরাজ, রাফিল, সোয়াদ, সাফওয়ান, ফাতিন, সাবিক, আশির, নাফি, সিয়াম, রাইয়াতুল, মাহিম এবং আবরার।

কলেজ অধ্যক্ষ বিমান রায় চৌধুরী ও অ্যাডজুডেন্ট মেজর মালেক বলেন, ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল সম্ভব হয়েছে।