ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

বাঙালী কন্ঠ ডেস্কঃ সাভারে নিরাপদ সড়ক ও গতিরোধকের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা। এ সময় তারা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরে সংক্ষিপ্ত সমাবেশও করেন। গতকাল সকাল ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়েছে। আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সুগন্ধা হাউজিং এলাকার এএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মারকাযুত তারবিয়াহ্‌ বাংলাদেশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ৩০শে তারিখে এএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এবং আলমগনর সুগন্ধা হাউজিংয়ের ২ নম্বর রোডের বাসিন্দা নিশাত পারভীন রশ্নির বিয়ে হয় রাজধানীর মিরপুরে। গত রোববার নবধূর বাবার বাড়িতে আসার মুহূর্তে আলমগীর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। এদিকে হাতে থাকা বিয়ের মেহেদি রঙ মুছার আগেই একজন সাবেক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি মেনে নিতে পারছে না তার স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এছাড়া গত কয়েকমাসে ওই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে দাবি করে অনতি বিলম্বে নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য দু’টি গতিরোধক দেয়ার দাবি জানান। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর পৃথক আবেদন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া এএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু বলেন, সাভারের আলমনগর এলাকার সুগন্ধা হাউজিং আবাসিক এলাকায় বর্তমানে বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বসবাস করেন। এখানে রয়েছে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, সরকারি ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস। এসব প্রতিষ্ঠানে পড়াশুনা এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই কয়েক হাজার লোক যাতায়াত করায় আলমগনর বাসস্ট্যান্ডটি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক মাসে এখানে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই। যে কারণে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকবৃন্দসহ এখানকার বাসিন্দারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আলমনগর বাসস্ট্যান্ড এলাকায় দুইটি গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সাভারে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯

বাঙালী কন্ঠ ডেস্কঃ সাভারে নিরাপদ সড়ক ও গতিরোধকের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা। এ সময় তারা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরে সংক্ষিপ্ত সমাবেশও করেন। গতকাল সকাল ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়েছে। আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সুগন্ধা হাউজিং এলাকার এএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মারকাযুত তারবিয়াহ্‌ বাংলাদেশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ৩০শে তারিখে এএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এবং আলমগনর সুগন্ধা হাউজিংয়ের ২ নম্বর রোডের বাসিন্দা নিশাত পারভীন রশ্নির বিয়ে হয় রাজধানীর মিরপুরে। গত রোববার নবধূর বাবার বাড়িতে আসার মুহূর্তে আলমগীর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। এদিকে হাতে থাকা বিয়ের মেহেদি রঙ মুছার আগেই একজন সাবেক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি মেনে নিতে পারছে না তার স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এছাড়া গত কয়েকমাসে ওই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে দাবি করে অনতি বিলম্বে নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য দু’টি গতিরোধক দেয়ার দাবি জানান। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর পৃথক আবেদন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া এএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু বলেন, সাভারের আলমনগর এলাকার সুগন্ধা হাউজিং আবাসিক এলাকায় বর্তমানে বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বসবাস করেন। এখানে রয়েছে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, সরকারি ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস। এসব প্রতিষ্ঠানে পড়াশুনা এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই কয়েক হাজার লোক যাতায়াত করায় আলমগনর বাসস্ট্যান্ডটি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক মাসে এখানে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই। যে কারণে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকবৃন্দসহ এখানকার বাসিন্দারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আলমনগর বাসস্ট্যান্ড এলাকায় দুইটি গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন।