বাঙালী কন্ঠঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাশেমুরবিপ্রবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ভিসি বাহিনীর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় তারা ভিসির পদত্যাগ দাবি করেতার কুশপুত্তলিকা দাহ করে। রবিবার দুপুর ১ টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক অধ্যাপক ড. আকম জামাল উদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নামে যে বিশ্ববিদ্যালয় সেখানে কোন স্বাধীনতা বিরোধীদের দোসর থাকতে পারে না। ছাত্রজীবনে স্বাধীনতা বিরোধী শক্তির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল নাসির উদ্দীন। সাধারণ শিক্ষার্থীদের উপর গতকাল (শনিবার) ভিসির পেটোয়া বাহিনী অতর্কিত হামলা করে রক্তাক্ত করেছে। এধরণের নারকীয় হামলা প্রমাণ করে কুলাঙ্গার ভিসি নাসির উদ্দীন শিক্ষক নামের কলঙ্ক। অবিলম্বে তাকে অপসারণ করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় মুক্তিযুদ্ধ মঞ্চ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ দেশের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসি নাসির উদ্দীন তার একের পর এক বিতর্কিত কর্মকাÐ দ্বারা দেশরত শেখ হাসিনার সফল অর্জনগুলোকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বহিরাগত ভাড়াটিয়া পেটোয়া বাহিনী দিয়ে নগ্ন ভাবে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। ভিসির নির্দেশে এই অমানবিক হামলার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মভ‚মিকে কলঙ্কিত করা হয়েছে বলে আমরা মনে করি। সারাদেশে এতো প্রতিবাদ হওয়ার পরেও কেনো ভিসিকে অপসারণ করা হচ্ছে না? ভিসি কার শক্তিতে বঙ্গবন্ধুর জন্মভ‚মিতে বিভিন্ন অপকর্ম করার সাহস পাচ্ছেন? মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে দুর্নীতিবাজ, স্বৈরাচার ভিসি নাসির উদ্দীনকে দ্রæত অপসারণ করুন।