ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বনমন্ত্রী বলেছেন যোগ্যরা বেকার থাকে না

বাঙালী কন্ঠ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন বলেছেন, যোগ্যরা কখনো ঝরে পড়ে না। বেকার থাকে না। পাশ করার পরে নয়, শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই লক্ষ্য স্থির করে এগোতে হবে। চাকরির পেছনে ঘোরা নয়, এখন থেকে ঠিক করতে হবে তুমি কি করতে চাও।

রবিবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী পরিবেশ রক্ষায় সুন্দরবনের অবদান উল্লেখ করে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন। গাছ কাটা বন্ধ করতে হবে। প্ল্যাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে।.

মন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষে বিশ্বপরিবেশ দিবস ৫ জুনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক কোটি গাছ লাগানো হবে।

শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, হল প্রভোস্টগণ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বনমন্ত্রী বলেছেন যোগ্যরা বেকার থাকে না

আপডেট টাইম : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০

বাঙালী কন্ঠ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন বলেছেন, যোগ্যরা কখনো ঝরে পড়ে না। বেকার থাকে না। পাশ করার পরে নয়, শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই লক্ষ্য স্থির করে এগোতে হবে। চাকরির পেছনে ঘোরা নয়, এখন থেকে ঠিক করতে হবে তুমি কি করতে চাও।

রবিবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী পরিবেশ রক্ষায় সুন্দরবনের অবদান উল্লেখ করে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন। গাছ কাটা বন্ধ করতে হবে। প্ল্যাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে।.

মন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষে বিশ্বপরিবেশ দিবস ৫ জুনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক কোটি গাছ লাগানো হবে।

শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, হল প্রভোস্টগণ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।