ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘নসু ভিলেন’ চঞ্চল চৌধুরী

ঈদ উপলক্ষে জনপ্রিয় নাট্যনির্মাতা সাগর জাহান একটি ছয় পর্বের নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘নসু ভিলেন’। নামভূমিকায় নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার বিপরীতে অভিনয় করেছেন আনিকা কবির শখ। নাটকটি লিখেছেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাশ।

নাটকে চঞ্চল চৌধুরীর চরিত্র নিয়ে সাগর জাহান বলেন, ‘নসু যাত্রাদলে ভিলেন চরিত্রে অভিনয় করে। গ্রামের সবাই তাকে নসু ভিলেন বলে ডাকে। খুব মজার একটা চরিত্রে চঞ্চল চৌধুরী এখানে অভিনয় করেছেন।’

নাটকের গল্প প্রসঙ্গে জানতে চাইলে সাগর জাহান বলেন, ‘নাটকটিতে তিন ভাই ও তাদের বউয়ের গল্প দেখানো হয়েছে। চঞ্চল চৌধুরীর দুই ভাই চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও আরফান আহেমদ। আ খ ম হাসানের বউয়ের চরিত্রে শাহনাজ খুশি, আরফানের বউয়ের চরিত্রে তানজিকা ও চঞ্চলের বউয়ের চরিত্রে শখ অভিনয় করেছেন। ভাইয়ের বউদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। তা হলো ‘সুন্দরী প্রতিযোগিতা’। কে কার থেকে বেশি সুন্দর, এ নিয়ে তর্ক-বিতর্ক চলতে থাকে। নাটকটি কমেডি। নাটকের শেষে খুব সুন্দর একটা মেসেজ দেয়ার চেষ্টা করেছি, যা আমার নাটকে সব সময় থাকে। নাটকটি দর্শক ঈদে এটিএন চ্যানেলে দেখতে পাবেন।’

নাট্যকার বৃন্দাবন দাশের প্রশংসা করে সাগর জাহান আরও বলেন, ‘ঈদে আমি অন্যের লেখা নাটক নিয়ে কাজ করি না। প্রথমবারের মতো কারো লেখা নাটক নিয়ে কাজ করছি। বৃন্দাবন দাশ আমার দারুণ পছন্দের একজন মানুষ ও নাট্যকার। তার লেখা নাটক নিয়ে কাজ করছি। খুব ভালো লাগছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

‘নসু ভিলেন’ চঞ্চল চৌধুরী

আপডেট টাইম : ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭

ঈদ উপলক্ষে জনপ্রিয় নাট্যনির্মাতা সাগর জাহান একটি ছয় পর্বের নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘নসু ভিলেন’। নামভূমিকায় নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার বিপরীতে অভিনয় করেছেন আনিকা কবির শখ। নাটকটি লিখেছেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাশ।

নাটকে চঞ্চল চৌধুরীর চরিত্র নিয়ে সাগর জাহান বলেন, ‘নসু যাত্রাদলে ভিলেন চরিত্রে অভিনয় করে। গ্রামের সবাই তাকে নসু ভিলেন বলে ডাকে। খুব মজার একটা চরিত্রে চঞ্চল চৌধুরী এখানে অভিনয় করেছেন।’

নাটকের গল্প প্রসঙ্গে জানতে চাইলে সাগর জাহান বলেন, ‘নাটকটিতে তিন ভাই ও তাদের বউয়ের গল্প দেখানো হয়েছে। চঞ্চল চৌধুরীর দুই ভাই চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও আরফান আহেমদ। আ খ ম হাসানের বউয়ের চরিত্রে শাহনাজ খুশি, আরফানের বউয়ের চরিত্রে তানজিকা ও চঞ্চলের বউয়ের চরিত্রে শখ অভিনয় করেছেন। ভাইয়ের বউদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। তা হলো ‘সুন্দরী প্রতিযোগিতা’। কে কার থেকে বেশি সুন্দর, এ নিয়ে তর্ক-বিতর্ক চলতে থাকে। নাটকটি কমেডি। নাটকের শেষে খুব সুন্দর একটা মেসেজ দেয়ার চেষ্টা করেছি, যা আমার নাটকে সব সময় থাকে। নাটকটি দর্শক ঈদে এটিএন চ্যানেলে দেখতে পাবেন।’

নাট্যকার বৃন্দাবন দাশের প্রশংসা করে সাগর জাহান আরও বলেন, ‘ঈদে আমি অন্যের লেখা নাটক নিয়ে কাজ করি না। প্রথমবারের মতো কারো লেখা নাটক নিয়ে কাজ করছি। বৃন্দাবন দাশ আমার দারুণ পছন্দের একজন মানুষ ও নাট্যকার। তার লেখা নাটক নিয়ে কাজ করছি। খুব ভালো লাগছে।’