অপু বিশ্বাস চলচ্চিত্রে পরীমনির অনেক আগেই এসেছেন। তাতে কি আসে যায়। বন্ধুত্বে কোনো বয়সের সীমা নেই। এখন তারা খুব ভালো বন্ধু। অপু বিশ্বাসের সঙ্গে অনেকেরই চলচ্চিত্রে খুবই ভালো সম্পর্ক হয়েছে। তবে বর্তমানে পরীমনির সঙ্গে অপুর বন্ধুত্বটা খানিকটা বেশি। পরীমনি কয়েকদিন আগে অপু বিশ্বাসকে ঘিরে যে স্ট্যাটাস দিয়েছেন তা দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। ওই স্ট্যাটাসে অপু বিশ্বাসকে তিনি বাংলা চলচ্চিত্রের রানী বলেও অভিহিত করেন। অপুও তা জানার পর পরীর প্রতি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপু বিশ্বাস এসব বিষয়ে মানবজমিনকে বলেন, পরীমনি চলচ্চিত্রে খুব ভালো কাজ করছে। আর সব সময়ই আমার খোঁজ খবর নেয়। আমি চলচ্চিত্রে তার সিনিয়র হলেও তাকে বন্ধুর মতোই জানি। আমরা একে অপরের ভালো চাই। ও সব সময়ই আমার খোঁজ খবর রাখে। চলচ্চিত্রের স্বার্থে একসঙ্গে নিয়মিত
কাজ করে যেতে চাই। পরীমনিও একই মত পোষণ করেছেন। সমপ্রতি একটি বেসরকারি টেলিভিশনে ঈদের অনুষ্ঠানেও তারা অতিথি হিসেবে একসঙ্গে অংশ নেন। এবং অনুষ্ঠানের শেষে অপু ও পরীমনি সেলফি তোলার উৎসবে মেতে উঠেন। উল্লেখ্য, ঈদ উপলক্ষে নির্মিত বাংলাভিশনের তারকাদের এই আড্ডা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নায়ক ফেরদৌস, নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। যেখানে নিজেদের ব্যক্তি ও কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে এক জম্পেশ আড্ডায় মেতেছিলেন তারা। এছাড়া আসছে ঈদে অপু বিশ্বাস অভিনীত মুক্তি পেতে যাওয়া ‘রাজনীতি’ ছবির প্রচারণায়ও অংশ নিয়েছেন পরী। ঈদের তারকাদের নিয়ে এ আড্ডার অনুষ্ঠানটি
প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া হোসাইন। অনুষ্ঠানটি ঈদের দিন বিকাল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে। এদিকে, পরীমনি বর্তমানে ‘বাহাদুরি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শফিক হাসানের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। এ ছবিতে জায়েদ খান, মৌ এবং মিশা সওদাগরও অভিনয় করছেন।
সংবাদ শিরোনাম :
পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টন নয়
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ জুলাই)
সফল সে, যে আত্মা পরিশুদ্ধ করেছে
কাজ কমিয়ে দিতে চান জয়া আহসান
সব জিম্মির মুক্তির বিনিময়ে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল: হামাস
শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
বাস-ট্রেন-লঞ্চ-মেট্রোতে সমাবেশে আসছেন জামায়াতের নেতাকর্মীরা নিজস্ব প্রতিবেদক
টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নভঙ্গ রংপুরের
গোপালগঞ্জে কারফিউ শিথিল, নতুন সিদ্ধান্ত রাতে
পূজার ক্যারিয়ারে ভাটা, শাকিব-বিতর্ক থেকে ফ্লপ সিনেমার মিছিল
এখন তারা ভালো বন্ধু
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
- 396
Tag :
জনপ্রিয় সংবাদ