ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বুবলি প্রশংসা করার মতো: শাকিব

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  টেলিভিশনে এসে নবাগত চলচ্চিত্র নায়িকা শবনম বুবলির ভুয়সী প্রশংসা করেছেন বাংলা চলচ্চিত্রের কিং খান নামে পরিচিত শাকিব খান। তিনি বলেন, বুবলির মত উচ্চশিক্ষিতদের সিনেমায় আসা প্রশংসাযোগ্য।

বাংলা চলচ্চিত্রে কিং খান নামেই পরিচিত তিনি। নতুন নায়িকারা তার সঙ্গে কাজ করার সুযোগ পেলে আপ্লুত হন। আর এমন এক নবাগত নায়িকা বুবলি। তাকে ঘিরে সাম্প্রতিক আলোচনা আরও মুখরোচক হয়েছে শাকিব খানের সঙ্গে ‘একটু বেশিমাত্রা’য় মেশার বিষয়ে শাকিব পত্নী অপু বিশ্বাসের অভিযোগের পর।

অপুর ভয় ছিল, সিনেমায় কাজ করতে গিয়ে অন্য সম্পর্কে না আবার জড়িয়ে যান বুবলি-শাকিব। এ নিয়ে বুবলির সঙ্গে অপুর ঝগড়ার তথ্য তিনিই প্রকাশ করেছেন। পরে বুবলি আবার জবাব দিয়েছেন এসবের।

মাস তিনেক আগে উঠা এসব প্রসঙ্গ কালের আবর্তে হারিয়ে যাওয়ার মধ্যেই আবার চাঙ্গা হলো শাকিব খানের কথায়। রবিবার বেসরকাটি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে এসে প্রশ্নকর্তার প্রশ্নের ‍মুখে বললেন, বুবলি প্রশংসা করার মত নায়িকা।

নিউজ টোয়েন্টিফোরে এক ঘণ্টার দীর্ঘ এক সাক্ষাৎকারে উপস্থাপিকা শাকিবকে প্রশ্ন করেন, ‘আপনি বুবলির অনেক প্রশংসা করেন। তাকে নিয়েও আপনার সিনেমা নিয়ে অনেক গুঞ্জণের কথাও শোনা যায়। এসব বিষয়ে আপনি কেমন মনে করেন।’

জবাবে শাকিব বলেন, ‘অপু ম্যাডামের কল্যানেই হয়ত গুঞ্জনগুলো এসেছে। বুবলি টিভি চ্যানেলের একজন প্রাইম নিউজ প্রেজেন্টার ছিলেন। এখন সে সিনেমা করছে। তাই আমরা এখন বলতে পারি, দেখ, আমাদের নায়িকারাও এখন কত ওয়েল এডুকেটেড। কত ভাল জায়গা থেকে এসে তারা নায়িকা হচ্ছেন। এসব তো প্রসংশা করারই মতো।’

কিছুদিন আগেই শাকিব খানের সিনেমা রাজনীতি মুক্তি পায়। এই ছবির কোন প্রচারণায়ই অংশ নেননি শাকিব খান। সিনেমাটি এবার ভাল ব্যবসা করেছে। এতে তার সহকর্মী ছিলেন অপু বিশ্বাস। ছবির প্রচারণার সময় শাকিব ছিলেন বুবলিকে নিয়ে রংবাজ ছবির শুটিং এর জন্য লন্ডনে। এই ছবির শুটিং নিয়েই অপুর সঙ্গে ঝামেলা হয়েছিল শাকিবের। তখনই টিভিতে সাক্ষাৎকারে আসেন অপু বিশ্বাস। তিনি বলেছিলেন বুবলির সঙ্গে কোন ছবি করবেন না শাকিব। কিন্তু শাকিব তার কথা না শুনেই রংবাজ ছবিতে চুক্তিবদ্ধ হন। তাতেই ক্ষেপে গিয়ে টিভিতে চলে আসেন অপু।

তাই বুবলি ও শাকিবের বিভিন্ন গুঞ্জণ সম্পর্কে উপস্থাপিকা আবারও প্রশ্ন করেন শাকিবকে।

জবাবে শাকিব বলেন, ‘আমাদের প্রফেশনেই এই কানাঘুষা বেশি হয়। যখন অন্য কোন নায়িকার সঙ্গেও কাজ করবো। চার পাঁচটা ছবিতে। তখন তার সঙ্গেও একটা কেমিস্ট্রি তৈরি হবে। তখন তাকে নিয়েও গুঞ্জন হতে পারে।’

জুটি হয়ে সারা জীবন জুটি হয়ে কার সঙ্গে কাজ করতে চান? এমন পশ্নের জবাবে শাকিব বলেন, ‘দর্শক যার সঙ্গে দেখতে চাইবে তার সঙ্গেই কাজ করব। দর্শক এখন নুতনদের সঙ্গেই বেশি কাজ করতে দেখতে চায়। আমার শিকারি চলচ্চিত্রে শ্রাবন্তী ছিল। সেটা অনেক সুপার হিট করেছে। এবার নবাবে শুভশ্রী ছিল। সেটাও অনেক হিট করেছে।’

‘আপনার প্রিয় নায়িকা কে?’ জবাবটি শাকিব এড়িয়ে যান। তিনি বলেন, ‘অনেকেই তো আমার প্রিয় নায়িকা। কারো নাম বলে আবার বিতর্কে জড়াতে চাই না। অনেকের সঙ্গেই আমি কাজ করেছি।’

পরে উপস্থাপিকা চাপাচাপি করতে থাকলে শাকিব এক পর্যায়ে বলবেন, ‘আপনার এই অনুষ্ঠান হয়ত শেষ হয়ে যাবে আর সাত-আট মিনিট পরে। কিন্তু আমার তো ফোন আসতেই থাকবে। অনেকে বলবে, ‘কি আমি আপনার প্রিয় নই, স্টুপিড?’।

এই পর্যায়ে আলোচনা অন্য দিকে চলে যায়। বাংলাদেশে কোন নায়িকা শাকিব খানকে স্টুপিড বলতে পারেন?

উপস্থাপিকার হাসিমুখে করা এই প্রশ্ন শাকিবও এড়িয়ে যান হাসিমুখে। তবে বলেন, যারা বেশি অন্তরঙ্গ, তারাই তা বলতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বুবলি প্রশংসা করার মতো: শাকিব

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  টেলিভিশনে এসে নবাগত চলচ্চিত্র নায়িকা শবনম বুবলির ভুয়সী প্রশংসা করেছেন বাংলা চলচ্চিত্রের কিং খান নামে পরিচিত শাকিব খান। তিনি বলেন, বুবলির মত উচ্চশিক্ষিতদের সিনেমায় আসা প্রশংসাযোগ্য।

বাংলা চলচ্চিত্রে কিং খান নামেই পরিচিত তিনি। নতুন নায়িকারা তার সঙ্গে কাজ করার সুযোগ পেলে আপ্লুত হন। আর এমন এক নবাগত নায়িকা বুবলি। তাকে ঘিরে সাম্প্রতিক আলোচনা আরও মুখরোচক হয়েছে শাকিব খানের সঙ্গে ‘একটু বেশিমাত্রা’য় মেশার বিষয়ে শাকিব পত্নী অপু বিশ্বাসের অভিযোগের পর।

অপুর ভয় ছিল, সিনেমায় কাজ করতে গিয়ে অন্য সম্পর্কে না আবার জড়িয়ে যান বুবলি-শাকিব। এ নিয়ে বুবলির সঙ্গে অপুর ঝগড়ার তথ্য তিনিই প্রকাশ করেছেন। পরে বুবলি আবার জবাব দিয়েছেন এসবের।

মাস তিনেক আগে উঠা এসব প্রসঙ্গ কালের আবর্তে হারিয়ে যাওয়ার মধ্যেই আবার চাঙ্গা হলো শাকিব খানের কথায়। রবিবার বেসরকাটি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে এসে প্রশ্নকর্তার প্রশ্নের ‍মুখে বললেন, বুবলি প্রশংসা করার মত নায়িকা।

নিউজ টোয়েন্টিফোরে এক ঘণ্টার দীর্ঘ এক সাক্ষাৎকারে উপস্থাপিকা শাকিবকে প্রশ্ন করেন, ‘আপনি বুবলির অনেক প্রশংসা করেন। তাকে নিয়েও আপনার সিনেমা নিয়ে অনেক গুঞ্জণের কথাও শোনা যায়। এসব বিষয়ে আপনি কেমন মনে করেন।’

জবাবে শাকিব বলেন, ‘অপু ম্যাডামের কল্যানেই হয়ত গুঞ্জনগুলো এসেছে। বুবলি টিভি চ্যানেলের একজন প্রাইম নিউজ প্রেজেন্টার ছিলেন। এখন সে সিনেমা করছে। তাই আমরা এখন বলতে পারি, দেখ, আমাদের নায়িকারাও এখন কত ওয়েল এডুকেটেড। কত ভাল জায়গা থেকে এসে তারা নায়িকা হচ্ছেন। এসব তো প্রসংশা করারই মতো।’

কিছুদিন আগেই শাকিব খানের সিনেমা রাজনীতি মুক্তি পায়। এই ছবির কোন প্রচারণায়ই অংশ নেননি শাকিব খান। সিনেমাটি এবার ভাল ব্যবসা করেছে। এতে তার সহকর্মী ছিলেন অপু বিশ্বাস। ছবির প্রচারণার সময় শাকিব ছিলেন বুবলিকে নিয়ে রংবাজ ছবির শুটিং এর জন্য লন্ডনে। এই ছবির শুটিং নিয়েই অপুর সঙ্গে ঝামেলা হয়েছিল শাকিবের। তখনই টিভিতে সাক্ষাৎকারে আসেন অপু বিশ্বাস। তিনি বলেছিলেন বুবলির সঙ্গে কোন ছবি করবেন না শাকিব। কিন্তু শাকিব তার কথা না শুনেই রংবাজ ছবিতে চুক্তিবদ্ধ হন। তাতেই ক্ষেপে গিয়ে টিভিতে চলে আসেন অপু।

তাই বুবলি ও শাকিবের বিভিন্ন গুঞ্জণ সম্পর্কে উপস্থাপিকা আবারও প্রশ্ন করেন শাকিবকে।

জবাবে শাকিব বলেন, ‘আমাদের প্রফেশনেই এই কানাঘুষা বেশি হয়। যখন অন্য কোন নায়িকার সঙ্গেও কাজ করবো। চার পাঁচটা ছবিতে। তখন তার সঙ্গেও একটা কেমিস্ট্রি তৈরি হবে। তখন তাকে নিয়েও গুঞ্জন হতে পারে।’

জুটি হয়ে সারা জীবন জুটি হয়ে কার সঙ্গে কাজ করতে চান? এমন পশ্নের জবাবে শাকিব বলেন, ‘দর্শক যার সঙ্গে দেখতে চাইবে তার সঙ্গেই কাজ করব। দর্শক এখন নুতনদের সঙ্গেই বেশি কাজ করতে দেখতে চায়। আমার শিকারি চলচ্চিত্রে শ্রাবন্তী ছিল। সেটা অনেক সুপার হিট করেছে। এবার নবাবে শুভশ্রী ছিল। সেটাও অনেক হিট করেছে।’

‘আপনার প্রিয় নায়িকা কে?’ জবাবটি শাকিব এড়িয়ে যান। তিনি বলেন, ‘অনেকেই তো আমার প্রিয় নায়িকা। কারো নাম বলে আবার বিতর্কে জড়াতে চাই না। অনেকের সঙ্গেই আমি কাজ করেছি।’

পরে উপস্থাপিকা চাপাচাপি করতে থাকলে শাকিব এক পর্যায়ে বলবেন, ‘আপনার এই অনুষ্ঠান হয়ত শেষ হয়ে যাবে আর সাত-আট মিনিট পরে। কিন্তু আমার তো ফোন আসতেই থাকবে। অনেকে বলবে, ‘কি আমি আপনার প্রিয় নই, স্টুপিড?’।

এই পর্যায়ে আলোচনা অন্য দিকে চলে যায়। বাংলাদেশে কোন নায়িকা শাকিব খানকে স্টুপিড বলতে পারেন?

উপস্থাপিকার হাসিমুখে করা এই প্রশ্ন শাকিবও এড়িয়ে যান হাসিমুখে। তবে বলেন, যারা বেশি অন্তরঙ্গ, তারাই তা বলতে পারেন।