ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ও কিন্তু সবই বুঝে

বাঙালী কণ্ঠ নিউজঃ সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরীর ডিভোর্স বেশ আগে হলেও সম্প্রতি অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে স্বামীর সম্পর্ক নিয়ে পুনরায় আলোচনায় এসেছেন রেহান। আর এর ছাপ পড়েছে তাদের সন্তান আলিমের ওপর।

রেহান বলেন, গত বছরের সেপ্টেম্বরে আলিম স্কুলে ভর্তি হয়। একদম হাসিখুশি থাকত সব সময়। তখন আলিমের স্কুল থেকে একটাও অভিযোগ আসেনি। যখন আমরা ডিভোর্স নিয়ে আলাদা থাকতে শুরু করলাম। তখন ওর দাদির কাছে রেখে যাই। এরপর থেকেই আমি আলিমের নামে স্কুল থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পাই।

ক্লাসে আলিম কোনো কথা শুনে না। স্কুলের বারান্দায় গিয়ে দেখিয়ে দেয় ওই যে আমার বাবা। ওই যে ধানমন্ডি ১০/এ। আর এসব বিষয় হাবিবকে বললে বলতো না, ও একটু দুষ্ট ছেলে। তাই এসব বলে। উল্টো আলিমের দোষ দেয়। তবে আলিম মানসিকভাবে অনেক শক্ত। ও যখন রাতে আমার পাশে ঘুমায় তখন সে ফিসফিস করে সব বলে। ও কিন্তু সবই বুঝে। আমিও বুঝি। কষ্ট লাগে। কিন্তু চুপ থাকি। ও সেভাবে না বুঝিয়ে বলতে পারলেও আমি মা হিসেবে বুঝি বিষয়গুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ও কিন্তু সবই বুঝে

আপডেট টাইম : ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরীর ডিভোর্স বেশ আগে হলেও সম্প্রতি অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে স্বামীর সম্পর্ক নিয়ে পুনরায় আলোচনায় এসেছেন রেহান। আর এর ছাপ পড়েছে তাদের সন্তান আলিমের ওপর।

রেহান বলেন, গত বছরের সেপ্টেম্বরে আলিম স্কুলে ভর্তি হয়। একদম হাসিখুশি থাকত সব সময়। তখন আলিমের স্কুল থেকে একটাও অভিযোগ আসেনি। যখন আমরা ডিভোর্স নিয়ে আলাদা থাকতে শুরু করলাম। তখন ওর দাদির কাছে রেখে যাই। এরপর থেকেই আমি আলিমের নামে স্কুল থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পাই।

ক্লাসে আলিম কোনো কথা শুনে না। স্কুলের বারান্দায় গিয়ে দেখিয়ে দেয় ওই যে আমার বাবা। ওই যে ধানমন্ডি ১০/এ। আর এসব বিষয় হাবিবকে বললে বলতো না, ও একটু দুষ্ট ছেলে। তাই এসব বলে। উল্টো আলিমের দোষ দেয়। তবে আলিম মানসিকভাবে অনেক শক্ত। ও যখন রাতে আমার পাশে ঘুমায় তখন সে ফিসফিস করে সব বলে। ও কিন্তু সবই বুঝে। আমিও বুঝি। কষ্ট লাগে। কিন্তু চুপ থাকি। ও সেভাবে না বুঝিয়ে বলতে পারলেও আমি মা হিসেবে বুঝি বিষয়গুলো।