দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক জিয়াউল রোশান। তার স্ত্রীর নাম তাহসিন এশা। বিয়ের তিন বছর পর এসে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করছেন এই দম্পতি।
শনিবার (৬ মে) সন্ধ্যায় কাছের বন্ধু ও দুই পরিবারকে নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
এ দিন দুপুরে ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এশার সঙ্গে দুটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন রোশান। ক্যাপশনে লিখেছেন, ‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই।’
ওই ছবিগুলোতে রোশানকে দেখা যায় তার প্রিয়তমার হাত মেহেদি পরিয়ে দিতে।
এ প্রসঙ্গে রোশান বলেন, ‘বিয়ে তো অনেক আগেই করেছি আমি। এখন কাছের কিছু মানুষ ও দুই পরিবারের মানুষদের নিয়ে শুধু একটি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করছি। তবে খুবই সিলেকটিভ কিছু মানুষ এই আয়োজনে উপস্থিত থাকবেন।’
জানা গেছে, ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রোশানের স্ত্রী তাহসিন এশা। তবে তিনি শোবিজ জগতের কেউ নন। ফেসবুকে দুজনের পরিচয়ের পর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। মাস দুয়েক যাওয়ার পর সম্পর্কে জড়ান রোশান-এশা।